• শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ভাইবোনছড়ায় নদীতে শামুক কূড়াতে গিয়ে ২ কিশোরীর মৃত্যু ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে রাইখালীতে বিক্ষোভ মিছিল পাহাড়ে বৈসুর সুর আর বাদ্যের তালে তালে মত্ত ত্রিপুরা জনগোষ্ঠী ক্যান্সারে আক্রান্ত শ্রী শিল্পী রানি’র চিকিৎসার জন্য নগদ উপহার প্রদান করেন গুইমারা উপজেলা জামায়াতে ইসলাম মা‌টিরাঙ্গায় আওয়ামীলী‌গ নেতা আব্দুল কাদের গ্রেফতার ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যা ও বর্বর হামলার প্রতিবাদে গুইমারা উপজেলা ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে দীঘিনালা সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা  ইসরাইয়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে উত্তাল মাটিরাঙ্গা ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যা ও বর্বর হামলার প্রতিবাদে মানিকছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল লংগদু সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা একটি সড়কই পাহাড়ের অর্থনীতিতে আনতে পারে যুগান্তকারী পরিবর্তন মহালছড়িতে বিঝু কাপ ফুটবল টূর্নামেন্ট -২০২৫ এর শুভ উদ্বোধন করেছেন ওয়াদুদ ভূইয়া

ভান্ডারিয়ায় নির্বাচনী আচারণবিধির তোয়াক্কা না করে এমপির শোডাউন

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ১৩৯০ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৯ জুলাই, ২০২৩

পিরোজপুরের ভান্ডারিয়ায় স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. ফাইজুর রশিদ খসরু।

জানা যায়, শনিবার বিকেলে আসন্ন পৌরসভা নির্বাচনে মঞ্জু তাঁর দলের মেয়র প্রার্থী মাহিবুল ইসলাম মাহিমের পক্ষে অর্ধশত মাইক্রোবাস এবং কয়েকশত মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান খলিফা জানান, স্থানীয় সংসদ সদস্যের এই প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ নেই। ঘটনার একটি ভিডিও তিনি পেয়েছেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছেন।

মো. ফাইজুর রশিদ খসরু লিখিত অভিযোগে জানান, শনিবার বিকেলে পিরোজপুর- ২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু অর্ধশত মাইক্রোবাস এবং কয়েকশত মোটরসাইকেল নিয়ে মহড়া নিয়ে ভান্ডারিয়া পৌর শহরে প্রবেশ করেন। এ সময় তাঁর দলের নেতা কর্মীরা জেপি মনোনীত সাইকেল প্রতীকের প্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিমের পক্ষে স্লোগান দিচ্ছিল। এ ঘটনায় পৌর এলাকার সাধারণ ভোটারদের মাঝে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গাড়ির মহড়ার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় মঞ্জুর গাড়ি বহরের সামনে থাকা শত শত মোটরসাইকেল থেকে সাইকেল প্রতীকের প্রার্থীর পক্ষে স্লোগান দেওয়া হচ্ছে।

জেপি মনোনীত সাইকেল প্রতীকের প্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিম সংসদ সদস্য মঞ্জুর আপন চাচাতো ভাই।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, এ বিষয়ে একটি মৌখিক অভিযোগ পাওয়ার পরে রিটার্নি কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে জানার জন্য পিরোজপুর- ২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) এর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।

আগামী ১৭ জুলাই এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

পার্বত্যকন্ঠ নিউজ এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ