পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান ও খাগড়াছড়ি ২৯৮নং আসনের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বরাবরে মাটিরাঙ্গার মুসল্লী ও ইমাম-ওলামাদের পক্ষে স্বারকলিপি প্রদান করা হয়েছে।
৮ জুলাই ২০২৩ দুপুরে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদান শেষে হলরুমের বাহিরে অবস্থানকালের প্রধান অতিথির নিকট এই স্মারকলিপি প্রদান করেন ইমাম- ওলামা ও মুসল্লীদের একটি প্রতিনিধিদল। এর আগে প্রধান অতিথি উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
স্বারকলিপিতে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের মাধ্যমে নির্মিত মাটিরাঙ্গা মডেল মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেম নিয়োগে দুর্নীতির আশ্রয় নিয়ে বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ প্রদান করায় বিগত ১৫ জুন ২০২৩ ইং তারিখের নিয়োগ কার্যক্রম বাতিল করিয়া পুনরায় নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।
ঘটনার বিবরনে জানা গেছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর লোকমুখে একজন নির্দিষ্ট বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে মর্মে খবর প্রকাশ হলে এলাকায় ধর্মপ্রাণ সাধারন মুসল্লীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে মাটিরাঙ্গা পৌরসভাধীন ইমাম-খতিব আলেম ওলামাগন খাগড়াছড়ি জেলা প্রসাশক বরাবরে সুষ্ঠুভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য একটি আবেদন করিলে জেলা প্রশাসক মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
এ ছাড়াও স্বারকলিপির ৩ নং কলামে উল্লেখ করা হয়েছে, স্বানীয় মুসল্লীদের মতামত উপেক্ষা করে নিয়োগ কমিটির সদস্য সচিব ও মাটিরাঙ্গা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আল আমিন বিতর্কিত ঐ ব্যক্তি মোঃ মামুনুর রশিদকে নিয়োগে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর সংবাদ লোকমুখে জানার পর ১৪ জুন ২০২৩ তারিখে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে জনস্বার্থে এলাকার মুসল্লীগনের পক্ষে একটি আাবেদন করা হয়।
৩১ মে ২০২৩ ও ১৪ জুন ২০২৩ তারিখের আবেদন উপেক্ষা করে গত ১৫ জুন ২০২৩ তারিখে বিতর্কিত ও জাল অভিজ্ঞতার সনদধারী মোঃ মামুনুর রশিদকে নিযোগ কমিটি চুড়ান্তভাবে নির্বাচিত করায় একই তারিখে এলাকাবাসীর পক্ষে স্থানীয় পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর তফিকুল ইসলাম জেলা প্রশাসক খাগড়াছড়িকে অবগত করে নিয়োগ বাতিলের আবেদন করেন। সবশেষে এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মুসল্লিদের মাঝে বিরাজমান ক্ষোভ নিরসন ও শান্তি সমপ্রীতি বজায রাখতে মাটিরাঙ্গা মডেল মসজিদে পুনরায় ইমাম, মোয়াজ্জিন ও খাদেম নিয়োগ কার্যক্রম গ্রহনের আবেদন জানানো হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস