মোংলায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান দলীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১১ জন রক্তাক্ত জখম হয়েছে। উপজেলার সোনাইলতলা ইউনিয়নের কাটাখালী ২০০ মিটার ব্রিজের উপর এ ঘটনা ঘটে। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এর মধ্যে ৪জনের অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে ব্রিজ এলাকায় উভয় গ্রুপের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
দীর্ঘদিন থেকেই মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বর্তমান ক্ষমতাশীন রাজনৈতিক দলের লোকজন দুই গ্রুপে বিভক্ত হয়ে তাদের মধ্যে দন্ধ চলে আসছিল। এর জেরে শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যার দিকে এনামুল কবির গ্রুপের লোকজন ২নং ওয়ার্ড কাটাখালী ২০০ মিটার নামের ব্রিজের উপর ঘুরতে গেলে পুর্বে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষ হাবিব মল্লিক, মহিদুল মল্লিক, আব্দুল্লা মল্লিক, সাইফুল্লা মল্লিক, আজিম মল্লিক, এনামুল ফকির, বেল্লাল ফকির, বাবু মল্লিক, জাকারিয়া শেখ, জামাল শেখ, হোসাইন মল্লিক, জসিম মল্লিক, রাসেল শেখ ও বিবেক মন্ডল সহ ২০/২৫ জনের একদল সন্ত্রাসী লোহার রড, দাও, ছোড়া সহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর আতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন আহতরা। এতে ব্রিজের উপর ঘুরতে আসা জিন্নাত আলীর ছেলে এনামুল কবির (৪৫), আলতাপ শেখ’র ছেলে তোতা মিয়া (২৮), ইয়াহিয়া’র ছেলে মাশফি (২৪), বেল্লাল কাজীর ছেলে আঃ কাদের জিলানী (১৯), দুলাল’র ছেলে ফিরোজ (৩৯), হামিদ শেখ’র ছেলে মারুফ শেখ (৩৮), আজমল শেখ’র ছেলে মেহেদী হাসান (১৮), মারুফ শেখ’র ছেলে মাসুদ রানা শেখ (২২) ও আকবর মোল্লার ছেলে মোজাহিদ মোল্লা (২২), এবং অন্য গ্রুপের হাসেম মল্লিকের ছেলে হাবিবুল মল্লিক ও সাইফুল সহ ১১ জন রক্তাক্ত জখম হয়। এদের মধ্যে কাদের জিলানী, মেহদী হাসান, এনামুল কবির টিটু ও তোতা মিয়া এ ৪জনের অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মেহদী হাসান। খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন ও রাতে হাসপাতালে রোগীদের খোজ খবর নিতে যান মোংলা থানা পুলিশের একটি টিম। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় ভুক্তভোগীরা। দুর্ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার, ডাঃ মেহেদী হাসান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন মারামারীর রোগী মোংলা হাসপাতালে আসলে তাদের চিকিৎসা দেয়া হয়েছে এবং হাসপাতালে ভর্তিও করা হয়। তাদের মধ্যে ৪জনের অবস্থা অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ সামছুদ্দিন বলেন, সোনাইলতলা ২শ মিটার ব্রিজ নামক এলাকায় দুই পক্ষের মধ্যে প্রথমে বাক-বিতন্ডা পরে সেটি সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছে এবং ৪জনকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এখন পর্যন্ত লিখিত কোন লিখিত অভিযোগ পাওয়া জায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে এবং সোনাইলতলা ইউনিয়ন সহ সব স্থানে টহল জোরদার করা হয়েছে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা।
গত বছরের রমজান মাসে একই ইউনিয়নে রাজনৈতিক অধিপত্য নিয়ে দন্ধে মোতাহার হোসেন নামের একজন নিহত ও আহত হয় প্রায় ১৫/২০জন। যার মামলা আদালতে এখনও চলমান রয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস