• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়ি বাজার একাদশ দলের জার্সি উন্মেচন অনুষ্ঠিত রোয়াংছড়ি সফরে নবাগত জেলা প্রশাসক বৈষম্যমূলক বদলি, লামার ৮৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্ষুব্ধ লামায় পর্যটন বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে- জেলা পরিষদ চেয়ারম্যান দীঘিনালায় ভারতীয় চিনি জব্দ, আটক ২ দীঘিনালায় স্ত্রী’র পেটে লাথি মেরে গর্ভপাত, পাষান্ড স্বামী আটক সারে ছয় ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু খাগড়াছড়িতে এন্টিমাইক্রোরিয়াল রেজিস্ট্যান্স সমস্যা প্রতিকার ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত লংগদুতে জামায়তের ত্রান ও শীতবস্ত্র বিতরণ চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর শীতবস্ত্র বিতরণ

চলতি বছরে সমুদ্রপথে স্পেনে যেতে ৯৫১ জনের মৃত্যু

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: / ১৯১ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার 

২০২৩ সালের প্রথম ছয় মাসে সমুদ্রপথে স্পেনে যেতে কমপক্ষে ৯৫১ জন পানিতে ডুবে মারা গেছেন। এর মধ্যে ৪৯ জন শিশু রয়েছে বলে জানিয়েছে একটি পর্যবেক্ষণ দল।

গতকাল বৃহস্পতিবার আয়ারল্যান্ডভিত্তিক বেসরকারি মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রন্টেরাসের প্রকাশিত এক প্রতিবদেনে এসব তথ্য উঠে আসে।

আজ শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।

সমুদ্রে হারিয়ে যাওয়া ওই সব মানুষ ১৪টি দেশ থেকে স্পেনে যাচ্ছিলেন। দেশগুলো হলো- আলজেরিয়া, ক্যামেরুন, কমোরোস, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ইথিওপিয়া, গিনি, আইভরি কোস্ট, মালি, মরক্কো, গাম্বিয়া, সেনেগাল, শ্রীলঙ্কা, সুদান, সিরিয়া এবং গাম্বিয়া।

গত ছয় মাসে চারটি ভিন্ন রুটে প্রতিদিন গড়ে পাঁচজন মানুষ মারা গেছেন। রুটগুলো হলো, ক্যানারি আইল্যান্ড রুট, আলবোরান সাগর রুট, আলজেরিয়ান রুট এবং স্ট্রেইট অব জিব্রাল্টার রুট।

সরকারি তথ্যের বরাত দিয়ে পর্যবেক্ষণ দলটি জানায়, এ বছর জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে সমুদ্রে ১৯টি নৌকা নিখোঁজ হয়েছে।

বলা হচ্ছে, ক্যানারি দ্বীপপুঞ্জ দিয়ে স্পেনে প্রবেশের পথে মৃত্যুর সর্বাধিক রেকর্ড হয়েছে। এই পথে ২৮টি ঘটনায় ৭৭৮ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে আলবোরান রুটে দুইটি দুর্ঘটনায় প্রায় ২১ জন নিহত হন। আলজেরিয়ান রুটের আটটি দুর্ঘটনায় ১০২ জন নিহত হন। সর্বশেষ জিব্রাল্টার প্রণালীতে ১১ টি দুর্ঘটনায় ৫০ জন নিহত হন।

এতে আরও বলা হয়, ফেব্রুয়ারি ও জুন মাসে সবচেয়ে বেশি হতাহতের সংখ্যা পাওয়া গেছে। এই সময়ে ২৩৭ ও ৩৩২ জন মানুষ নিহত হয়েছেন।

পার্বত্যকণ্ঠ নিউজ/এম এস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ