মো. মহাসিন মিয়া, দীঘিনালা (খাগড়াছড়ি)। প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করতে খাগড়াছড়ি লেডিস ক্লাবের পক্ষ থেকে ৫ জন অসচ্ছল নারীকে সেলাইমেশিন প্রদান করা হয়েছে।
৫ জুলাই (বুধবার) দুপুরে উপকার ভোগীদের মাঝে সেলাইমেশিন বিতরণ করেন খাগড়াছড়ি লেডিস ক্লাবের সভানেত্রী রাবেয়া চৌধুরী। এ সময় তিনি বলেন, লেডিস ক্লাবের সমাজকল্যাণমূলক ও উন্নয়নমুখী অনেক কার্মকাণ্ড রয়েছে, তারমধ্যে উল্লেখযোগ্য নারীর উন্নয়ন। এলাকার অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করতে লেডিস ক্লাব সবসময় নিয়োজিত। তারই ধারাবাহিকতায় দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকার ৫ জন অসহায় ও দুস্থ নারীকে সেলাইমেশিন প্রদান করা হয়েছে। আশা করি তাঁরা পরিবারে সচ্ছলতা ফেরাতে সক্ষম হবে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম সহ লেডিস ক্লাবের সদস্যবৃন্দ প্রমূখ।
পিকে/রনি