রিপন ওঝা,মহালছড়ি
খাগড়াছড়ির মহালছড়িতে স্মার্ট নাগরিক গঠনে জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রকল্পের ট্যাবলেটসমুহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস কর্তৃক আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে।
উক্ত এ মহতী কর্মসূচিতে সুইহ্লাঅং রাখাইন পিপলু সঞ্চালনায় প্রধান অতিথি মাননীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা’ বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণাক্রমে স্মার্ট বাংলাদেশ গড়তে পর্যায়ক্রমে উপজেলার ৯টি সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ১৬২শিক্ষার্থীদের মাঝে “স্মার্ট ট্যাব” বিতরণ করা হয়েছে।
মহতী অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা(মূর্ত বাবু), উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কমিশনার মোঃ আব্দুলাহ খাইরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মহিলা ভাই চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক- ক্রা এ এ এগ্রো ফার্মের কর্ণধার হ্লাশিং মং চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি দীপক সেন ও সাধারণ সম্পাদক মিল্টন চাকমা, এমপিওভুক্ত শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীগণ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
অতীব দুঃখের বিষয় ছিলো যে, আজকের মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বক্তব্য প্রধানকালে কয়েকবার বিদ্যুৎ যাওয়া আসা করার কারণে বক্তব্য বন্ধ রাখতে হয়।