খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩নম্বর যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল মনোনয়ন পত্র প্রত্যাহারের সময়সীমা শেষে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ সুগম হয়েছে। নৌকা প্রতীক পাওয়া ইউনিয়ন আ. লীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আবদুল মতিন।
সংরক্ষিত নারী সদস্য পদে ৪জন ও সাধারণ সদস্য পদে ১৮ জনের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে, গত ৩১ মে নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩নম্বর যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল ২৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষে চেয়ারম্যান পদে এককপ্রার্থী মো. আবদুল মতিন(নৌকা)। সংরক্ষিত সদস্য পদে জন ও সাধারণ সদস্য পদে জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
গতকাল ২৫জুন রোববার বিকেল ৫টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী জানান, চেয়ারম্যান পদে এককপ্রার্থী মো. আবদুল মতিন প্রতীক নৌকাছাড়া ২টি সংরক্ষিত ওয়ার্ডে একক প্রার্থীসহ সংরক্ষিত সদস্য পদে ৪জন, সাধারণ সদস্য পদে ১৮জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন থেকে প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালাতে পারবেন। তিনি আরও জানান, এই ইউনিয়নে (ভোটার হালনাগাদ ব্যতিত) মোট ভোটার ১১২৫৪জন। পুরুষ ভোটার ৫৬৬৩জন ও মহিলা ভোটার ৫৫৯১জন। ভোট গ্রহন ১৭জুলাই।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস