মোঃ মহাসিন মিয়া, নিজস্ব প্রতিনিধি (দীঘিনালা)
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন ১২০৪/২০২২ মূলে দীঘিনালা উপজেলার ৫টি ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন দীঘিনালা।
২২ জুন (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাতুল আলম উপজেলার প্রতিটি ইট ভাটা পরিদর্শন করেন।
এ সময় মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন ১২০৪/২০২২ মূলে কর্ণফুলি ব্রিকস, সেলিম এন্ড ব্রাদাস, ফোর বি এম, এ ডি বি ও রাকিব এন্ড ব্রাদাস সহ ৫ টি অবৈধ ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাতুল আলম বলেন, উচ্চ আদালতের রীট পিটিশন অনুযায়ী পরিবেশ বিনষ্টকারী দীঘিনালার অবৈধ ৫ টি ইট ভাটাকে সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। কেহ আইন অমান্য করে ইট ভাটা চালু করতে চাইলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস