চট্টগ্রামে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাংচুরের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সন্তান কমান্ড।
বুধবার (২১ জুন) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এ স্মারকলিপি প্রদান করা হয়।
মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আবুল হাশেম এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা মুক্তিযোদ্ধা সাংগঠনিক কমান্ডার মো: সালামত উল্ল্যাহ।
এসময় বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আহবান করে বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাংচুরের সাথে জড়িত বিএনপি-যুবদলের সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সন্তান কমান্ড।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার মো: খলিলুর রহমান, জেলা সহকারী কমান্ডার হানিফ হাওলাদার, জাতীয় প্যারেড গ্রাউন্ড সদস্য মো: হানিফ মজুমদার, মাটিরাঙ্গা পৌর সন্তান কমান্ড মো: লিটন বিশ্বাস প্রমুখ।
স্মারক লিপিতে বলা হয়, গত ১৪ জুন চট্টগ্রামে বিএনপির ভণ্ডামির মুখোশ আরেকবার উন্মোচিত হয়েছে। দেশ বাচাঁতে তারুণ্যের সমাবেশের নামে বিএনপি দেশ ধ্বংস করার সমাবেশে লিপ্ত হয়েছে। চট্টগ্রামে বিএনপির দেশ বাচাঁতে তারুণ্যের সমাবেশের নামে বিএনপির ছাত্রদল-যুবদল নেতা-কর্মীরা মিছিল নিয়ে ফিরে যাওয়ার সময় জামালখান চত্বরসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়ের ঐতিহাসিক ছবি নিয়ে করা সমস্ত ম্যুরাল গুলো ভেঙ্গে দিয়েছে যা রাষ্ট্রদ্রোহ অপরাধের শামিল।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস