সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গরীব দুঃস্থ পরিবারকে টিন, সেলাই মেশিন, হুইল চেয়ার ও চিকিৎসার জন্য আর্থিক অনুদান এবং খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষের জন্য সিলিং ফ্যান প্রদান করেন, পলাশপুর জোন কমান্ডার লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স ।
সোমবার (১৯ জুন ২০২৩) সকালে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স কর্তৃক স্থানীয় গরীব ও দুঃস্থ বাঙ্গালী এবং পাহাড়ী পরিবারকে ২১ বান টিন, ০৩ টি সেলাই মেশিন, ০৩ টি হুইল চেয়ার, নগদ ৫১,০০০/- টাকা আর্থিক অনুদান এবং খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষের জন্য ১৫টি সিলিং ফ্যানসহ সর্বমোট আনুমানিক ২,৪৯,৬০০/- (দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার ছয়শত) টাকার এ-সব অনুদান প্রদান করা হয়েছে।
এসময় পলাশপুর জোন কমান্ডার লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন,
বিজিবি’র জনকল্যাণমূখী কাজের নিয়মিত অংশ হিসেবে এ-সব অনুদান প্রদান করা হয়েছে। খেদাছড়া ব্যাটালিয়নে এ ধরণের জনস্বার্থমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে জনস্বার্থে আরও বৃহৎ উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এসময় পলাশপুর জোন এর ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ও মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম রিফাত, এএমসি, অফিস সুপারিনটেনডেন্ট সুবেদার সহকারী মোঃ জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সুবেদার মেজর মোঃ জসীম উদ্দিন, ৪০ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস