• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্যায়াংঘাট ইউনিয়ন বিএনপির ৭১ বিশিষ্ট কমিটি গঠিত দূর্গাপুরে বই পড়ে পুরস্কার পেল ১২ শিক্ষার্থী দূর্গাপুরে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা দুর্নীতির সাম্রাজ্যে বসে প্রধান প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছেন আবদুর রশিদ! রোয়াংছড়ি থানায় উপস্থিত সুশীল সমাজের সাথে  মতবিনিময়- পুলিশ সুপার মুবাছড়ি ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও হস্তান্তর সম্পন্ন সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত কাপ্তাইয়ে অর্থনৈতিক শুমারিতে কাপ্তাই উপজেলা নির্বাহী কার্যালয়ের তথ্য প্রদান লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিলনমেলা  মাইসছড়িতে মায়ের চোঁখের সামনেই শিশুর মর্মান্তিক মৃত্যু রাজস্থলীতে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঘন কুয়াশায় মধ্যরাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

পলাশপুর জোন সদরে গরীব দুঃস্থ অসহায়দের মাঝে টিন,সেলাই মেশিন,হুইল চেয়ার,আর্থিক সহায়তা প্রদান

মোঃ আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক মাটিরাঙ্গা:- / ২৬৫ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩

মো: আরিফুল ইসলাম

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গরীব দুঃস্থ পরিবারকে টিন, সেলাই মেশিন, হুইল চেয়ার ও চিকিৎসার জন্য আর্থিক অনুদান এবং খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষের জন্য সিলিং ফ্যান প্রদান করেন, পলাশপুর জোন কমান্ডার লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স ।

সোমবার (১৯ জুন ২০২৩) সকালে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স কর্তৃক স্থানীয় গরীব ও দুঃস্থ বাঙ্গালী এবং পাহাড়ী পরিবারকে ২১ বান টিন, ০৩ টি সেলাই মেশিন, ০৩ টি হুইল চেয়ার, নগদ ৫১,০০০/- টাকা আর্থিক অনুদান এবং খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষের জন্য ১৫টি সিলিং ফ্যানসহ সর্বমোট আনুমানিক ২,৪৯,৬০০/- (দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার ছয়শত) টাকার এ-সব অনুদান প্রদান করা হয়েছে।

এসময় পলাশপুর জোন কমান্ডার লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন,
বিজিবি’র জনকল্যাণমূখী কাজের নিয়মিত অংশ হিসেবে এ-সব অনুদান প্রদান করা হয়েছে। খেদাছড়া ব্যাটালিয়নে এ ধরণের জনস্বার্থমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে জনস্বার্থে আরও বৃহৎ উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এসময় পলাশপুর জোন এর ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ও মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম রিফাত, এএমসি, অফিস সুপারিনটেনডেন্ট সুবেদার সহকারী মোঃ জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সুবেদার মেজর মোঃ জসীম উদ্দিন, ৪০ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ