• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল

জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি পালিত

মোহাম্মদ ইব্রাহীম, বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধিঃ / ২৮৫ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩

ইব্রাহীম বাঘাইছড়িঃ

সোমবার (১৯ জুন) বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেলা ১১ ঘটিকায় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি বাস্তবায়নের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র‍্যাক এর বাঘাইছড়ি উপজেলা ব্যবস্থাপক সুদত্ত চাকমার সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরবিন্দু চাকমা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাগরিকা চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, মৎস কর্মকর্তা নব আলো চাকমা, পি আই ও মোঃ আতাউর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহাম্মদ, বাঘাইছড়ি আট ইউপি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে “ব্র‍্যাক” বাঘাইছড়ি উপজেলায় বিগত সময়ে ম্যালেরিয়া নির্মূলের জন্য কর্মসূচী পালন করেছে এবং বর্তমান সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে ম্যালেরিয়া নির্মূল করা সেলক্ষ্যে কি কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই বিষয়ে বিষধ আলোচনা করেন ব্র‍্যাক উপজেলা ব্যবস্থাপক সুদত্ত চাকমা। এই বছর বাঘাইছড়ি উপজেলায় ইতিমধ্যে প্রায় ১ লক্ষ কিটনাশক যুক্ত মশারী বিতরণ করা হয়েছে এবং আরো চাহিদা নেয়া হচ্ছে । উপজেলার ৮ ইউনিয়ন ও পৌরসভার প্রত্যন্ত অঞ্চলে মাঠ কর্মীর মাধ্যমে মশারী পৌঁছে দেয়া হয়েছে। তিনি আরো বলেন ব্র‍্যাক বাঘাইছড়ি শাখায় ম্যালেরিয়া পরীক্ষার কিট ও ঔষদের কোন ঘাটতি নেই তাই ম্যালেরিয়া রোগীদের বিনামূল্যে ব্র‍্যাকের চিকিৎসা সেবা গ্রহণের জন্য অনুরোধ জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, বাংলাদেশ সরকারের লক্ষ ২০২৩ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূল হবে, এই লক্ষ বাস্তবায়নের জন্য সরকারের পাশাপাশি ব্র‍্যাক গুরুত্বপূর্ণ অবদান রাখছে, ব্র‍্যাক সহ যারাই ম্যালেরিয়া নির্মূলে কাজ করে যাচ্ছে, যারা ম্যালেরিয়া নির্মূলে কাজ করে যাচ্ছে সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন সকলে সচেতন হলে ২০৩০ সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব।

বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রামের সকল উপজেলায় এক সময় ম্যালেরিয়ার উপদ্রুভ ছিলো অনেক বেশী, শতশত মানুষ মারা গেছে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে কিন্তু বর্তমানে ব্র‍্যাকের কিটনাশক যুক্ত মশারী ব্যবহার ও ম্যালেরিয়া চিকিৎসার ফলে এখন প্রায় ম্যালেরিয়া মুক্ত বলা যায়।

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরবিন্দু চাকমা বলেন ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের পাশা-পাশি কাজ করছে ব্র‍্যাক, তিনি ধন্যবাদ জানান ব্র‍্যাকের কার্যক্রমের জন্য। ম্যালেরিয়া নির্মূল কার্যক্রমকে সফল করার জন্য জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিদের জনসচেতনতা তৈরী করার জন্য এগিয়ে আসার আহবান জানান।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ