খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেল চালক ফারুক হোসেন হত্যাকাণ্ডে জড়িতের অভিযোগে একজনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার দুপুরে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের দেওয়ানবাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতের নাম—ইমরান হোসেন (৩০)। তিনি আমতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড দেওয়ানবাজার এলাকার মো. মামুন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, নিহত ফারুক হোসেনের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেনীর দাগনভূইয়া থেকে উদ্ধার করে পুলিশ। মোটরসাইকেল ক্রেতা মো. আনোয়ার হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ইমরান হোসেনকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ। পরে ইমরান হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, নিখোঁজের পাঁচ দিন পর গত ৪ জুন (রোববার) ফারুক হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস