• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়ি বাজার একাদশ দলের জার্সি উন্মেচন অনুষ্ঠিত রোয়াংছড়ি সফরে নবাগত জেলা প্রশাসক বৈষম্যমূলক বদলি, লামার ৮৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্ষুব্ধ লামায় পর্যটন বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে- জেলা পরিষদ চেয়ারম্যান দীঘিনালায় ভারতীয় চিনি জব্দ, আটক ২ দীঘিনালায় স্ত্রী’র পেটে লাথি মেরে গর্ভপাত, পাষান্ড স্বামী আটক সারে ছয় ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু খাগড়াছড়িতে এন্টিমাইক্রোরিয়াল রেজিস্ট্যান্স সমস্যা প্রতিকার ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত লংগদুতে জামায়তের ত্রান ও শীতবস্ত্র বিতরণ চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর শীতবস্ত্র বিতরণ

বড়নাল ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলে ইউনুছ মিয়া-সভাপতি ও ইলিয়াছ-সম্পাদক

স্টাফ রির্পোটারঃ / ১৯৩ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

বড়নাল ইউনিয়ন আওয়ামমীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ্য ভোটে মো. ইউনুছ মিয়া সভাপতি ও বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫জুন) রাতে কাউন্সিলরদের ভোট গ্রহণ শেষে সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচিতদের নাম ঘোষনা করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা বিজয়ীদের নাম ঘোষনা করেন।

এর আগে দুপুরের দিকে বড়নাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সম্মেলনের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক মো. জয়নাল আবেদীন খোন্দকার। সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান।

বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় এবং বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আবুল বশর এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক মো. তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান আমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা।

আগামী নির্বাচনকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। দেশের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে চতুর্থবারের মতো আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা তৃনমুল নেতাকর্মীদের সরকারের উন্নয়নের পক্ষে জনমত গঠনরূপ কাজ করার আহবান জানিয়ে বলেন, বিএনপি-জামায়াতে উন্নয়ন বিরোধহীন অপপ্রচারের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

সম্মেলনের প্রথম অধিবেশনে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আলী আকবর, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. ফজলুল হক সরকার, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পেয়ার আহম্মেদ মজুমদার, তবলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কাদের, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়া, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আব্দুল গনি, গোমতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মনির হোসেন, গোমতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন, বেলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ছাড়াও ইউনিয়ন আওয়ামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলে মো. আবুল বশর সভাপতি ও মো. নজরুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হন।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ