• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়ি বাজার একাদশ দলের জার্সি উন্মেচন অনুষ্ঠিত রোয়াংছড়ি সফরে নবাগত জেলা প্রশাসক বৈষম্যমূলক বদলি, লামার ৮৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্ষুব্ধ লামায় পর্যটন বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে- জেলা পরিষদ চেয়ারম্যান দীঘিনালায় ভারতীয় চিনি জব্দ, আটক ২ দীঘিনালায় স্ত্রী’র পেটে লাথি মেরে গর্ভপাত, পাষান্ড স্বামী আটক সারে ছয় ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু খাগড়াছড়িতে এন্টিমাইক্রোরিয়াল রেজিস্ট্যান্স সমস্যা প্রতিকার ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত লংগদুতে জামায়তের ত্রান ও শীতবস্ত্র বিতরণ চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর শীতবস্ত্র বিতরণ

রামগড়ে দুই চালক অপহরণ, মুক্তিপনের বিনিময়ে ছাড়া পেলো চালকেরা

মোঃ মাসুদ রানা রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ২১৮ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৪ জুন, ২০২৩

খাগড়াছড়ির রামগড়ে একই দিনে দুটি অপহরণ, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের চুক্তিবিরোধী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ দুই গাড়ির দুজন চালককে অপহরণ করে পরে মুক্তিপনের বিনিময়ে ছেড়ে দেয় বলে সূত্রে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ১৩ জুন ভোরে যৌথ খামার এলাকায় ও বিকালে রামগড়-জালিয়াপাড়া সড়কের দাঁতারাম পাড়া এলাকায় পৃথক এ অপহরণের ঘটনায় অপহৃত চালকরা মুক্তিপণ দিয়ে ছাড়া পায়।

সূত্র জানায়, সকালে চট্টগ্রামের বারৈয়ারহাট থেকে ব্রয়লার মুরগীর পোল্ট্রি খাদ্য নিয়ে চট্ট মেট্রো ড-১১-১৬১১ নম্বরের একটি ট্রাক জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া যাচ্ছিল। এসময় ইউপিডিএফ এর চাঁদা কালেক্টর ধীমান ত্রিপুরার নেতৃত্বে ৬ থেকে ৭ জনের একটি সন্ত্রাসী দল যৌথ খামার এলাকায় অস্ত্র দেখিয়ে গাড়ির গতিরোধ করে চালকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালক মোঃ মিরাজ (৩৫) ও তার সাথে থাকা সহকারী মোঃ মান্নাকে মারধর শুরু করে তারা।

এসময় সহকারী মান্না সেখান থেকে দৌঁড়ে যৌথ খামার জামে মসজিদে গিয়ে আশ্রয় নেয় এবং সন্ত্রাসীরা চালক মিরাজকে অপহরন করে নিয়ে যায়। চালক মিরাজ গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানা যায়।

খবর পেয়ে রামগড়স্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর একটি টহল দল ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী মান্নাকে উদ্ধার করে এবং চালক মিরাজকে উদ্ধারে অভিযান শুরু করে। অপর একটি সূত্র জানায়, পরবর্তীতে চালক মিরাজ ইউপিডিএফ সন্ত্রাসীদের মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে ছাড়া পান।

এদিকে একইদিন বিকেল আনুমানিক ৫টার দিকে রামগড় থেকে খাগড়াছড়িগামী আবুল খায়ের কোম্পানীর সিরামিক মালামাল নিয়ে যাওয়ার সময় দাতারাম পাড়া এলাকায় ইউপিডিএফ এর চাঁদা কালেক্টর ধীমান ত্রিপুরার নেতৃত্বে ৬ থেকে ৭ জনের একটি সন্ত্রাসী দল ঢাকা মেট্রো ন ২৩- ২৫৩৫ নম্বরের একটি ট্রাকের গতিরোধ করে মূল সড়কের পাশে নিয়ে যায়। এসময় গাড়ি চালক মোঃ নেছার মোল্লা (৩৪)র কাছে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে। চালক চাঁদা দিতে অসম্মতি প্রকাশ করলে সন্ত্রাসীরা তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

এসময় চালকের সহকারী মোঃ মাসুম মিয়া (৩২) সেখান থেকে দৌঁড়ে পালায়। অপহৃত নেছার মোল্লা বরিশালের বাকেরগঞ্জ থানার উত্তর পুরের বাসিন্দা বলে জানা যায়।
খবর পেয়ে রামগড়স্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম এর নির্দেশনায় বিজিবির একটি টহল দল ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী মাসুমকে উদ্ধার করে।
জানা যায়, পরবর্তীতে চালক নেছার মোল্লা ইউপিডিএফ সন্ত্রাসীদের মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে ছাড়া পান।

রামগড় থানার এসআই জীবন হাজারী দুই চালককে অপহরণ ও পরবতীর্তে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

পার্বত্যকণ্ঠ নিউজ ইমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ