খাগড়াছড়ি জেলার মহালছড়ি টিএন্ডটি পাড়া রাস্তার উপর থেকে আজ ৭জুন বার ২৩.৫ লিটার চোলাই মদসহ ২ উৎপাদনকারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বিকাল ৫.৩০ ঘটিকার সময় এসআই(নিঃ) শ্রী মধুসূদন সরকার, এসআই (নিঃ) মোঃআল আমিন, এসআই (নিঃ) আরাফাত বিন ইউসুফ, এএসআই (নিঃ) লিটর কান্তি দেবনাথ, এএসআই(নিঃ) নূর আহম্মদ মজুমদার ফোর্সসহ মাদক অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানাধীন লেমুছড়ি এলাকা হইতে টমটম যোগে দুইজন মহিলা মগপড়া রোড দিয়ে মহালছড়ি বাজারের দিকে আসিতেছে। তখন টিএন্ডটি পাড়া রাস্তার উপর টমটমের পিছনের সিটে বসে থাকা আসামী ১। সুচিনা ত্রিপুরা (২৫), স্বামী- সুবিন্টু চাকমা, মাতা-মানিকুইনা ত্রিপুরা, ২। রিমা চাকমা (৩৫), স্বামী- রিপন চাকমা, মাতা-রসিক মালা চাকমা।
হেফাজত হইতে মোট-২৩.৫( তেইশ লিটার পাঁচশত গ্রাম) দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার সহ গ্রেফতার করা হয়।
উভয়ের বসতবাড়ি মধ্য লেমুছড়ি, ০৮ নং ওয়ার্ড, ০৪ নং মাইসছড়ি ইউপি, থানা- মহা লছড়ি, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা বলে জানা যায়।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান জানান, চোলাই মদ সহ আটককৃত অপরাধীদ্বয় অবৈধ মাদকদ্রব্য তথা চোলাই মদ বিক্রয়ের জন্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারনির ২৪(খ) ধারায় অপরাধে মামলা রুজু এবং যথাযথ নিয়ম অনুসরণ করেই জেলহাজতে প্রেরণ করার সিদ্ধান্ত রয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস