বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার মধ্যেদিয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যায়যায়দিন পত্রিকার দৈনিক প্রকাশনার ১৮ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। ৬ জুন (মঙ্গলবার) দুপুরে উপজেলার অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যায়যায়দিনের খাগড়াছড়ি জেলা স্টাফ রিপোর্টার রিপন সরকার, সাংবাদিক পলাশ বড়ুয়া, জীবন চৌধুরী উজ্জ্বল, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন, আনসার ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছের হক, দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান জীবন, ইউআরসি মাঈনুদ্দিন প্রমূখ।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন পর্যায়ের সামাজিক ও সচেতন ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রকাশনার শুরু থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে গণমানুষের কন্ঠস্বর হিসেবে সংবাদ পরিবেশন করে আসছে।
এতে উপস্থিত সকলেই পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনা সভা শেষে দৈনিক যায়যায়দিন পত্রিকাটির ১৮ তম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস