• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
বাঁশরি ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উন্মেচিত হলো মানিকছড়ি মুসলিম পাড়া স্পোটিং ক্লাবের জার্সি মানিকছড়ি মুসলিম পাড়া স্পোটিং ক্লাবের জার্সি উন্মেচন অনুষ্ঠিত রোয়াংছড়ি সফরে নবাগত জেলা প্রশাসক বৈষম্যমূলক বদলি, লামার ৮৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্ষুব্ধ লামায় পর্যটন বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে- জেলা পরিষদ চেয়ারম্যান দীঘিনালায় ভারতীয় চিনি জব্দ, আটক ২ দীঘিনালায় স্ত্রী’র পেটে লাথি মেরে গর্ভপাত, পাষান্ড স্বামী আটক সারে ছয় ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু খাগড়াছড়িতে এন্টিমাইক্রোরিয়াল রেজিস্ট্যান্স সমস্যা প্রতিকার ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত লংগদুতে জামায়তের ত্রান ও শীতবস্ত্র বিতরণ

আওয়ামীলীগ নেতা আহতের ঘটনায় ছাত্রলীগের সাবেক সভাপতির বিরুদ্ধে থানায় মামলা

সাধন সাহা জয় , স্টাফ রিপোর্টার (নবীনগর) ব্রাহ্মণবাড়িয়া : / ২০৪ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পাওনা টাকা চাইতে গিয়ে বাড়ি ফেরার পথে উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল রুমান ও তার সাঙ্গপাঙ্গদের হামলার স্বীকার হওয়ায় ৪ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা দায়ের করেছেন আলমনগরের আহত আওয়ামী লীগ নেতা মহসিনের বোন সাবিনা ইয়াসমিন পুতুল।

মামলা সূত্রে জানা যায়, ৫ জুন সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার ১ নং ওয়াড আলমনগরের জরুল হকের স্ত্রী ছাকিনা আক্তারের নিকট ঐ ওয়াড আওয়ামী লীগের সহসভাপতি মহসিন তার বোনের ৪ বছর পূর্বের পাওনা টাকা চাইতে যায়।সেখানে তাকে না পেয়ে বাড়ির ফেরার উদ্দেশ্যে রওয়ানা হলে পথে মধ্যে উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও একই গ্রামের খোরশেদ আলমের ছেলে আবদুল্লাহ আল রুমান, আশাব আলীর ছেলে মুজিবুর রহমান, খোরশেদ আলমের ছেলে রুবেল মিয়া,শফিকুল ইসলামের ছেলে রাজিব তাকে এলোপাতাড়ি ভাবে মারধর করে মারাক্তভাবে আহত করে এবং তার লুঙ্গির গোছায় থাকা ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এবিষয়ে চিকিৎসা শেষে নবীনগর থানায় ঐরাতেই আহতের বোন সাবিনা ইয়াসমিন পুতুল বাদী হয়ে ৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ ধারায় নবীনগর থানা মামলা নং ৩ দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার জানান,গতরাতেই মামলা হয়েছে, আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ