নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে খাগড়াছড়ির রামগড়ে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক তিন দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়।
৬ই জুন মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ক্ষেত্র সহকারী রাংচাইপ্রু মার্মার সঞ্চালনা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস ছাত্তার,উপপরিচালক, মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা এবং ড.মোঃআরিফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা,খাগড়াছড়ি। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শরৎ কুমার ত্রিপুরা, সহকারী পরিচালক, অত্র প্রকল্প,খাগড়াছড়ি।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পার্বত্য অঞ্চলে জলাশয়ের অভাব, পতিত জমিতে ক্রিক বাঁধ দিয়ে জলাশয় তৈরি করে মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে। তিনি আরো বলেন এ প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ২৬টি উপজেলায় কাজ করছে মৎস্য বিভাগ, তাই সকল প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হবে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস