রাঙামাটি শহরে ডিজিটাল নিরাপত্তা আইনে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
বুধবার(১৬ডিসেম্বর) দুপুরে শহরের লঞ্চঘাট এলাকা থেকে সাইফুল(১৯) নামে এ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সাইফুল বরকল উপজেলাধীন ভূষণছড়া ইউপি’র ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
ভূষণছড়ার বাসিন্দা জনৈক হযরত আলী নামের এক ব্যক্তিকে ফেসবুকের নিজের এমডি সাইফুল নামের আইডি থেকে হুমকি প্রদানসহ মানহানিকর ষ্ট্যাটাস দেয়ার সুনির্দিষ্ট অভিযোগে সাইফুলের বিরুদ্ধে আদালতের মাধ্যমে মামলা দায়ের করেন হযরত আলী।
মামলায়(সিআর-৩৪২/২০২০জিআর-৫২০/২০২০) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮এর ২৩/২৪/২৫/২৫(২)/২৯/৩১/৩৫ ধারায় ২৩নভেম্বর’২০ এ মামলাটি দায়ের করা হয়।
মামলায় সাইফুলকে প্রধান আসামী ছাড়াও জান্নাত মুন্সি, আব্দুস সালাম খোকা, দয়াল কুমার চাকমা, মোঃ হাসান, মোঃ মিরাজ, মোঃ রবিউল ইসলাম, হাসান বশির ও মোঃ দেলোয়ারকে আসামী করা হয়েছে।
মামলার আরজিতে আসামীরা তাদের নিজস্ব ফেইক আইডির মাধ্যমে বিভিন্ন হুমকি প্রদানসহ ডিজিটাল প্রতারনা, ছদ্মবেশ ধারণ, আক্রমনাত্মক, ভীতি প্রদর্শন, মানহানিকর তথ্য প্রকাশ, আইন শৃঙ্খলার অবনতি ঘটানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে উসকানী প্রদান করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে বাদী হযরত আলী উল্লেখ করেন।