খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদর কাঁচাবাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশার গতিবিধি সন্দেহ হলে তাতে পুলিশের অভিযানে ১৩৭ পিস ভারতীয় শাড়ীভর্তি সবুজ রংয়ের নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশা জব্দ ও দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটক শাড়ীর বাজারমূল্য ৮ লাখ ১৫ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে পুলিশের মোবাইল -৭ এর ডিউটি চলাকালে ভোর রাত সাড়ে ৪টায় পুলিশের উপ-পরিদর্শক আশিকুল ইসলাম সঙ্গীয় অফিসার এবং ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর রাজ বাজার এলাকায় সবুজ রংয়ের নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করে তল্লাশি চালিয়ে অবৈধ ভারতীয় শাড়ি শুল্ক কর ফাঁকি দিয়ে চট্টগ্রামে পাচারকালে দুইজন ব্যক্তিসহ আটক করেন। পরে গাড়ীতে থাকা বস্তা খুলে ১৩৭ পিস শাড়ী উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৮লাখ ১৫ হাজার টাকা।
আটক আসামী মো.নাছির উদ্দীন (২৮) ও মেসবা উদ্দিন ইমন(২১)। মো. নাছির উদ্দিন উপজেলার বড়ডলু মুসলিম পাড়ার মো. আবুল হাশেম এবং মেসবা উদ্দিন ইমন মো. জয়নাল আবেদীনের পুত্র।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস