খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার প্রতি ইউনিয়ন হতে সমবন্টন নীতি অনুসরণ করে সরকারের চাহিদা অনুযায়ী বোরো ধান ক্রয় সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।
উক্ত এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার। তিনি উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে সরকারের যথাযথ লক্ষ্যমাত্রা পূরণের জন্য সবার প্রতি সহযোগিতা করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে মহালছড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক প্রমিত কুমার চাকমা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি খাদ্য পরিদর্শক জুয়েল চাকমা, উপজেলা কৃষি অফিস প্রতিনিধি উপসহকারী কর্মকর্তা তৃপ্তিকর চাকমা, কৃষক প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান,মোঃ রবিউল হোসেন, শান্তি বিকাশ চাকমা ও গণমাধ্যম উপস্থিত ছিলেন।
ঘোষণা অনুযায়ী সরকার প্রতি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ১টন ধান ক্রয় করা হবে। বোরো ধান ২৪ টন ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ধানের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
২৯মে ২০২৩ রোজ সোমবার সকাল ১১.৩০ঘটিকায় বোরো ধান ক্রয় সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।