খাগড়াছড়ির রামগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে বেলুন ওড়ানো,র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরন করা হয়।
রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে র্যালি শুরু করে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকতা উম্রাচিং চৌধুরীর সঞ্চালনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির উপর বিশদ ব্যক্তব্য প্রদান করে সাংবাদিক নিজাম উদ্দীন লাভলু, সাবেক শিক্ষা কর্মকর্তা রামেশ্বর চন্দ্র শীল। বিশেষ অতিথী হিসেবে ব্যক্তব্য প্রদান করে উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মানস চন্দ্র দাস, রামগড় থানার ওসি মোঃমিজানুর রহমান। এতে আরো উপস্থিত ছিলো,উপজেলার সকল সরকারি-বেসরকারি কর্মকতা,মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী,সুশিল সমাজ,গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে গুণী ব্যক্তি হিসেবে সাবেক শিক্ষা কর্মকর্তা রামেশ্বর চন্দ্র শীলকে পুরষ্কার প্রদানসহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস