• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বাঘাইহাট বাজার বয়কট প্রত্যাহার করেছে সাজেকবাসী মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও টি-শার্ট উদ্ধার কাপ্তাইয়ে কর্ণফুলী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন রামগড় একতা সমাজ সেবা সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন করেছে ২৩ বিজিবি খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীতা ঘোষণা মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির মানবিক উদ্দ্যোগ, ঈদ উপকরণ হিসেবে গরুর মাংস বিতরণ ঈদ-উল আযহা উপলক্ষে পানছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের উপহার সামগ্রী বিতরণ। মহালছড়িতে পালিত হয়েছে বিশ্ব তামাক দিবস ২০২৫ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: পানছড়িতে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ পানছড়িতে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানে ছাগল ও শুকর বিতরণ দৌলতদিয়া পোড়াভিটা থেকে মাদক সেবী ও মাদক কারবারি আটক

মাটিরাঙ্গা এসকেএফ এর উদ্যোগে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রির্পোটারঃ / ৪৫৫ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২৪ মে, ২০২৩

খাগড়াছড়ি জেরার মাটিরাঙ্গায় ঔষধ শিল্পের জগতে বাংলাদেশ ও বহির্বিশ্বে সুনামের সাথে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠান এসকেএফ এর উদ্যোগে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৪ মে ২০২৩ খ্রি.) দুপুরের দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটস্থ নিউ বন ফায়ার রেষ্টুরেন্ট এর হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয় ।

খাগড়াছড়ি জেলায় এসকেএফ ফার্মাসিউটিক্যালস এর দায়িত্বরত এরিয়া ম্যানেজার মোঃ এনামুল হক চয়ন কোম্পানির প্রতিনিধি হিসেবে চলমান বাজারের পাওয়া যাচ্ছে এমন কয়েকটি প্রোডাক্ট এর গুনগত মান সম্পর্কে আলোচনা করেন । যা জেনে ফার্মাসিস্ট ও ফার্মেসীর সত্ব্যাধিকারীগন উপকৃত হবেন । তারা সাধারণ রোগীদের কাছে পন্যটি সরবরাহ করতে পারবেন এই কর্মশালার অর্জিত অভিজ্ঞতা নিরিখে । এ সময় কোম্পানির পক্ষ থেকে টাপনিল ও লোসেকটিল নামে দুটি পণ্যের লিটারেচার সরবরাহ করা হয় উপস্থিত ফার্মাসিস্ট ও ফার্মেসীর সত্ব্যাধিকারীদের হাতে । এ সময় কোম্পানির পক্ষ থেকে এসকেএফ ফার্মাসিউটিক্যালস সম্পর্কে কারও কিছু জানার বা বোঝার জন্য জিজ্ঞাসা থাকলে বলার জন্য কিছু সময় সকলের জন্য উন্মুক্ত করেন দেন আয়োজকরা । পরে নতুন করে কার কোন জিজ্ঞাসা না থাকায় কর্মশালা সমাপ্তি ঘোষনা করেন প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার ।

বিশেষ অতিথির বক্তব্যে করিম মেডিকেল হল এর সত্বাধিকারী অলি উদ্দিন সিদ্দিকী ফুয়াদ বলেছেন, এসকেএফ ফার্মাসিউটিক্যাল শুধু ঔষধ বিক্রয়ের ব্যবসা করে তারা জনকল্যাণেও প্রচুর পরিমাণে কাজ করে । আমরা যদি মহামারী করোনা ভাইরাসের সে দিনগুলো দিকে নজর দেই তাহলে সহজেই মনে পড়ে যাবে এসকেএফ ফার্মাসিউটিক্যাল কি পরিমাণ সহযোগিতার হাত বাড়িয়েছিল সাধারণ মানুষের দুর্দিনে ।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা মসজিদ মার্কেটস্থ ফামের্সী করিম মেডিকেল হল এর সত্বাধিকারী অলি উদ্দিন সিদ্দিকী ফুয়াদ, আরিশ মেডিকেল হল ও মা ফার্মেসী সত্বাধিকারী সাদাম হোসেন । এসময় এসকেএফ কোম্পানির এমএসও মোঃ রাজু আহমেদ. মোঃ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন ।

কর্মশালায় মাটিরাঙ্গা বাজারের জননী মেডিকেল হল এর সত্বাধিকারী মোঃ নুরুল আলম টিপু, শাফা মেডিকেল হল এর সত্বাধিকারী নারাযন চন্দ্র বণিক, মা মেডিসিন সেন্টার এর সত্বাধিকারী মোঃ জসিম উদ্দিন, আল হুমায়রা ফামের্সীর সত্বাধিকারী মোঃ রহিম উল্যাহ, আল রাহী ফার্মেসীর সত্বাধিকারী তানভীর হোসেন, হাসান ফার্মে সীর সত্বাধিকারী রবিউল হোসেন রুবেল, ভোমিক ফোর্মেসীর সত্বাধিকারী নারায়ণ চন্দ্র ভৌমিক, মাহমুদা ফার্মেসীর সত্বাধিকারী মাসুদ মিয়া, সহ প্রায় অর্ধ বিভিন্ন এলাকা থেকে আগত ফার্মাসীষ্ট ও ফামের্সী সত্বাধিকারীগন উপস্থিত ছিলেন ।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ