খাগড়াছড়ি মাটিরাঙ্গার গোমতী ইউনিয়নে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন সামাজিক সংগঠন এর স্বেচ্ছাসেবকরা কর্মহীন দৃষ্টি প্রতিবন্ধী অসহায় এক ব্যাক্তির পাশে দাঁড়িয়েছে।
এসময় দৃষ্টি প্রতিবন্ধী ব্যাক্তির হাতে আর্থিক সহায়তা প্রদান করেন সংগঠনটির সদস্যরা। পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম এর ছেলের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিলেন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন।
এসময় উপস্থিত ছিলেন, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন এর খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহসান উদ্দীন, মাটিরাঙ্গা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মো: জাকির হোসেন, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাফর আহাম্মদ, গোমতী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আমির হোসেন, সিনিয়র সহ সভাপতি মো: নজরুল ইসলাম, মাটিরাঙ্গা ব্লাড ডোনার ফোরাম এর সভাপতি এম এ সিদ্দিক প্রমুখ।
সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন গোমতী ইউনিয়ন শাখার সভাপতি মো: আমির হোসেন বলেন, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করা, প্রাকৃতিক ও মানবিক বিপর্যয় উত্তরনে কাজ করা, পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা, মূমুর্ষূ রোগীদের স্বেচ্ছায় রক্তদান নিশ্চিত করা সহ সার্বিক আর্ত মানবতার সেবায় কাজ করা। তিনি আরও বলেন, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন সবসময় চেষ্টা করে গরিব অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য। এরি ধারাবাহিকতায় দৃষ্টি প্রতিবন্ধী অসহায় জাহাঙ্গীর আলম এর ছেলের লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নিলাম আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতেও সকল মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
পার্বত্যকণ্ঠ নিউজ/এম এস