• বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
জেএএফএস’র সহযোগিতায় মাইসছড়িতে ত্রাণ পেলো এক হাজার পরিবার রাঙামাটি শহীদ মিনারে জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন গুইমারায় মাদক দ্রব্য ইয়াবা সহ গ্রেফতার ২ কংলাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাজেক উন্নয়ন ফোরাম কর্তৃক শিক্ষাসামগ্রী বিতরণ দীর্ঘ দেড় যুগ পর কাল মানিকছড়িতে বড়সড় আয়োজনে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ লংগদুতে কৃষি ব্যাংকের ভুয়া ঋণের ফাঁদে আটারকছড়া ইউনিয়নের শতাধিক পরিবার ১২ লক্ষ্য টাকা আত্মসাতের অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কোর্টে মামলা খাগড়াছড়ি জেলা পরিষদে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর প্রশংসনীয় উদ্যোগ: দূর্গম সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় স্কুল ঘর নির্মাণ রোয়াংছড়ির সহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান টহল কার্যক্রম পরিচালনায় -ক্যাম্প কমান্ডার মেজর ইয়াসিন মোহনা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার শরীফ মো. আমান হাসান

মা‌টিরাঙ্গায় ৩ মাদ্রাসার ছাত্র নি‌খোঁজ,থানায় জি‌ডি

স্টাফ রির্পোটারঃ / ১৯০ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ৩‌ মাদ্রাসার ছাত্র ৫‌দিন ধ‌রে নিখোঁজ রয়ে‌ছে।

বৃহস্প‌তিবার (১১মে ) বিকা‌লে উপ‌জেলার বর্ণাল ইউ‌নিয়‌নের যামীনীপাড়া বেলাল পোস্ট নামক এলাকায় হাজী সেকান্দার আলী হা‌ফে‌জিয়া মাদ্রাসা হ‌তে তারা নি‌খোঁজ হয়।

নি‌খোঁজরা হ‌লো চাঁদ পু‌রের মৃত কারুজ্জামা‌নের ছে‌লে ত‌রিকুল ইসলাম (১৪), মা‌টিরাঙ্গা উপ‌জেলার বর্ণাল ইউ‌নিয়‌নের ‌সৌ‌দি প্রবা‌সি আ‌মির হো‌সে‌নের ছে‌লে মনসুর আলম মাসুম (১২) এবং শা‌ন্তিপু‌রের আ‌মির হো‌সে‌নের ছে‌লে আবুল কালাম (১৪)।

মাদ্রাসার পরিচালক আবদুল কাইয়ুম মোবাইল ফো‌নে জানান, ১১‌মে আস‌রের নামা‌জের পর থে‌কে তা‌দের কে খু‌ঁজে পাওয়া যা‌চ্ছেনা। আস‌রের নামাজ প‌ড়ে তারা আর মাদ্রাসায় ফি‌রে আ‌সে‌নি। ছাত্রদের না পে‌য়ে অ‌কিভাবকদের কে অবগত ক‌রে‌ছি।

ছাত্র অ‌বিভাবক আবুল বসর জানান, ১১মে বুহস্প‌তিবার রা‌তে মাদ্রাসা থে‌কে জা‌নি‌য়ে‌ছেন আমার ভা‌তিজা মাসুম কে খু‌ঁজে পা‌চ্ছেনা। প‌রে এ বিষয় মা‌টিরাঙ্গা থানায় জি‌ডি করা হ‌য়ে‌ছে।

৩নং বর্ণাল ইউ‌নিয়ন চেয়ারম‌্যানন ইলয়াছ হো‌সেন জানান, ছাত্রদের নি‌খো‌ঁজের ব‌্যাপা‌রে অবগত আ‌ছি । ধারণা করা হ‌চ্ছে পড়া‌লেখার চাপ বে‌শি হওয়ায় ছাত্ররা পা‌লি‌য়ে গে‌ছে।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ মো: জাকা‌রিয়া জানান, নি‌খোঁ‌জের ঘটনায় মা‌টিরাঙ্গা থানায় তিন‌টি পৃথক জি‌ডি হ‌য়ে‌ছে। নিয়মানুযায়ী পু‌লি‌শের বি‌ভিন্ন দপ্ত‌রে ম‌্যা‌সেস দেয়া হ‌য়ে‌ছে। ছাত্রদের সন্ধা‌নে পু‌লিশ কাজ কাজ কর‌ছে।

পার্বত্যকণ্ঠ নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ