খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের তিনদুকছড়ি এলাকা থেকে ৩১১ টুকরায় আনুমানিক ৪৫০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন গড়াইছড়ি আর্মি ক্যাম্প।
বৃহস্পতিবার ১১ মে দুপুর ১৪.০০-২০.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিঃ আর্টিলারি সিন্দুকছড়ি জোনের গড়াইছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ শিফাতুল হক শিফাত এর নেতৃত্বে একটি সি টাইপ টহল তিন্দুকছড়ি এলাকায় গমন করে এবং পাচারের উদ্দেশে স্তূপকৃত অবৈধ ৩১১ টুকরায় ৪৫০ ঘনফুট সেগুন ও গামারী কাঠ আটক করে।
পাচারের উদ্দেশে স্তূপকৃত অবৈধ আটককৃত কাঠের মধ্যে গামারী ও সেগুন জাতের কাঠ রয়েছে।
পাচারের উদ্দেশে স্তূপকৃত অবৈধ আটককৃত কাঠ পরবর্তীতে ২২.০০ ঘটিকার সময় লক্ষিছড়ি রেঞ্জ কর্মকর্তা, মোঃ মোজাম্মেল হক ভূইয়ার কাছে হস্তান্তর করা হয়।
এসময় পাচারের উদ্দেশে স্তূপকৃত অবৈধ আটককৃত কাঠ লক্ষিছড়ি রেঞ্জ কর্মকর্তা, মোঃ মোজাম্মেল হক ভূইয়ার প্রতিনিধি ফরেস্ট গর্ড,f g, মোঃ নাছির উদ্দিন মোল্লা গননা করে বুঝে নেয়।
পাচারের উদ্দেশে স্তূপকৃত অবৈধ আটককৃত কাঠের আনুমানিক মূল্য ৬,৭৫,০০০/- ছয় লক্ষ পচাত্তর হাজার টাকা মাত্র।
কাঠের মালিক এর পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিঃ আর্টিলারি সিন্দুকছড়ি জোনের গড়াইছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ শিফাতুল হক শিফাত বলে অবৈধ কাঠ পাচার, কালোবাজারি, মাদক দ্রব্য, চোরাচালান সহ পাহাড়ের ও দেশের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস