• বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
জেএএফএস’র সহযোগিতায় মাইসছড়িতে ত্রাণ পেলো এক হাজার পরিবার রাঙামাটি শহীদ মিনারে জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন গুইমারায় মাদক দ্রব্য ইয়াবা সহ গ্রেফতার ২ কংলাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাজেক উন্নয়ন ফোরাম কর্তৃক শিক্ষাসামগ্রী বিতরণ দীর্ঘ দেড় যুগ পর কাল মানিকছড়িতে বড়সড় আয়োজনে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ লংগদুতে কৃষি ব্যাংকের ভুয়া ঋণের ফাঁদে আটারকছড়া ইউনিয়নের শতাধিক পরিবার ১২ লক্ষ্য টাকা আত্মসাতের অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কোর্টে মামলা খাগড়াছড়ি জেলা পরিষদে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর প্রশংসনীয় উদ্যোগ: দূর্গম সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় স্কুল ঘর নির্মাণ রোয়াংছড়ির সহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান টহল কার্যক্রম পরিচালনায় -ক্যাম্প কমান্ডার মেজর ইয়াসিন মোহনা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার শরীফ মো. আমান হাসান

দীঘিনালায় বিদ্যালয়ের মাঠে কংক্রিট ও বালুর স্তুপ; খেলাধুলা সহ স্বাভাবিক চলাচল বন্ধ শিক্ষার্থীদের

মোঃ মহাসিন মিয়া, নিজস্ব প্রতিনিধি (দীঘিনালা)  / ১৮৪ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১০ মে, ২০২৩

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার ভৈরফা নয়াপাড়া এলাকার সুধীর মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে কংক্রিট ও বালু স্তূপ করে রাখা হয়েছে।

জানাযায়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন একটি সড়ক নির্মাণের জন্য এসব কংক্রিট ও বালু স্তূপ করে রাখা হয়েছে। বিদ্যালয়ের মাঠে এসব কংক্রিট ও বালু স্তূপ করে রাখায় শিক্ষার্থীদের স্বাভাবিক খেলাধুলা সহ স্বাভাবিক চলাচল বন্ধ শিক্ষার্থীদের।

জানাযায়, ১৯৬১ সালে স্থাপিত হয় সুধীর মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি।

সরেজমিনে গিয়ে দেখাযায়, বিদ্যালয়টির মাঠ জুড়ে কংক্রিট ও বালুর স্তুপ রয়েছে। বিদ্যালয় থেকে দুইশত গজ আগে একটি সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানাযায়, নির্মাণাধীন সড়কের ইট তুলে বিদ্যালয়ের মাঠে নিয়ে কংক্রিট ভেঙে স্তুপ করে রেখেছে ঠিকাদার মোহাম্মদ হায়দার। পরবর্তীতে বালু এনে কংক্রিট সহ পাশাপাশি স্তুপ করে রেখেছেন তিনি। যেকারণে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের খেলাধুলা সহ স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে আছে।

এসময় বিদ্যালয়ে অধ্যয়নরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী প্রাপ্তি রোয়াজা, কৃষ্টিনা ত্রিপুরা ও বিন্দু ত্রিপুরা জানায়, দীর্ঘ দু’মাস ধরে বিদ্যালয়ের মাঠে বালু ও কংক্রিট স্তুপ করে রাখায় তাঁরা খেলাধুলা ও স্বাভাবিক ভাবে চলাচল করতে পারছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অবিভাবক বলেন, বিদ্যালয়ের মাঠে বালু ও কংক্রিট স্তুপ করে রেখেছে ঠিকাদার। প্রতিবাদ করলে তাঁদের সন্তানদের ওপর এর প্রভাব পড়তে পারে বলে, সেই ভয়ে চুপ করে আছেন তাঁরা।

এসময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাণীভুষণ ত্রিপুরাকে উপস্থিত পাওয়া যায়নি। জানতে চাইলে বিদ্যালয়টির সহকারী শিক্ষক শিউলী ত্রিপুরা বলেন, পাকা রাস্তা পাওয়ার স্বার্থে মাঠে সড়ক নির্মাণের মালামাল রাখতে দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের মাঠ খেলা ও স্বাভাবিক চলাচলের উপযোগী হতে অনেকদিন সময় লাগবে। হিরোশিমার মতো মাঠে সহজে ঘাস উঠবেনা।

এবিষয়ে জানতে চাইলে ঠিকাদার মোহাম্মদ হায়দার বলেন, আমি বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই মাঠে বালু ও কংক্রিট রেখেছি। কয়েকদিনের মধ্যে মাঠ থেকে আমার মালামাল সরিয়ে নেব।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ