• শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে রাঙামাটিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত গাছ সুরক্ষা অভিযান: পেরেক অপসারণে ইয়ুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশন সাজেক অদ্বিতী পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র অবহিত করণ সভা অনুষ্ঠিত ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি বান্দরবানে ‘আরুং আনৈই’ ম্রো ছাত্রাবাসে পিসিসিপি’র শিক্ষা সহায়তা বিতরণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মহালছড়ি থানা পুলিশের মোংলায় ১৭ বছর পর শহিদ বেদিতে পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ বিএনপির বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণে সর্বক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে – সাবেক এমপি হামিদুর রহমান আযাদ গোয়ালন্দে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কক্সবাজার ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটস-এ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন

খাগড়াছড়িতে পার্বত্য প্রেসক্লাবের সংবাদকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি / ১০০৩ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

খাগড়াছড়িতে পার্বত্য প্রেসক্লাবের কর্মরত সংবাদকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৫অক্টোবর) সকাল ১০টায় খাগড়াছড়ি কালেক্টরিয়েট জামে মসজিদ সংলগ্ন পার্বত্য প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্যতম সদস্য ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন সংবাদ কর্মী হিসেবে সর্বাগ্রে নিজেদের ভীত মজবুত করতে হবে। যার যার অবস্থান ঠিক রেখে পেশাগত দায়িত্ব পালনে কারো পক্ষ থেকে কোন বিরূপ প্রতিক্রিয়া কোন প্রভাব ফেলতে পারবেনা। একজন সাংবাদিক হচ্ছে একটি জাতির বিবেক। সে হিসেবে সঠিক ও সত্যকে তুলে ধরে সতর্কতার সহিত তথ্য ভিত্তিক নিউজ করতে হবে।

তিনি সাংবাদিকতার পাশাপাশি সমাজ সেবায় নিয়োজিত সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে মানব সেবায় এগিয়ে আসারও পরামর্শ দেন।
সংগঠনের অগ্রগতির বিষয়ে নানা দিক নির্দেশনা মূলক পরামর্শ দিয়ে বক্তব্য প্রদান করেন।

এসময়, খাগড়াছড়িতে পেশাজীবি সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য প্রেসক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা, সাধারণ সম্পাদক মো. জুলহাস উদ্দীন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রিপোর্টাস ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক চাইথোয়াই মারমা, প্রবীণ সাংবাদিক এস সত্যজিৎ চাঙমা, পাহাড়ের আলো পত্রিকার সম্পাদক মোবারক হোসেন, বকুল বিকাশ ত্রিপুরা, সুজন বড়ূয়া, মো. মাইনউদ্দীন, মো. আসাদ, আশিক উল্লাহ ফেরদৌস, মো. লোকমান হোসেন, মো. হৃদয় নুর, মো. জাকির হোসসেন প্রমূখ।

পরিশেষে দীর্ঘ সময় সংগঠনের অগ্রগতির বিষয়ে সার্বিক আলোচনার পর মধ্যান্ন ভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ