• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
লামায় ১৫ দিনের ব্যবধানে ফের ২০ শ্রমিককে অপহরণ বান্দরবানে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবাসহ দুজনের যাবজ্জীবন বান্দরবানে সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব – পলাশ ধর লামায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন রামগড়ে যুব রেড ক্রিসেন্টের সমন্বয় সভা অনু্ষ্ঠিত  রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ১ বান্দরবানের সেনা সহায়তায় নিজ বাড়িতে ফিরে এসেছে কুকি চিনের তান্ডবে ঘরছাড়া গ্রামবাসীরা মানিকছড়িতে কার্প জাতীয় মাছের নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কাপ্তাইয়ে ক্রিকেট ট্যালেন্ট হান্ট দ্বিতীয় পর্ব প্রতিযোগিতা অনুষ্ঠিত রাষ্ট্রীয় সন্মানে বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের চিরবিদায় রামগড় ৪৩ বিজিবির অভিযানে  ভারতীয় সিগারেটের ফিল্টার জব্দ

খাগড়াছড়িতে পার্বত্য প্রেসক্লাব ও সবুজ পাতার দেশ’র উদ্যোগে প্রতিবন্ধীকে রিক্সাভ্যান প্রদান

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি / ৬৬০ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

খাগড়াছড়িতে পার্বত্য প্রেসক্লাব ও সবুজ পাতার দেশ পত্রিকার উদ্যোগে প্রতিবন্ধী মো: কাদেরকে কর্মসংস্থানের উপকরণ হিসেবে রিক্সাভ্যান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) পার্বত্য প্রেসক্লাব”র অস্থায়ী কার্যালয়ে এ রিক্সাভ্যান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক এড. মো: জসিম উদ্দিন মজুমদার।

পার্বত্য প্রেসক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা বলেন, সীমিত সামর্থ্যের মধ্যে থেকেও এ ধরনের ছোট ছোট মানবকল্যানে নিয়োজিত রাখার লক্ষ্য নিয়েই পার্বত্য প্রেসক্লাবের অগ্রযাত্রা। সেবার আত্মপ্রত্যয় নিয়ে আমরা সকলের সহযোগীতায় এগিয়ে যেতে চাই।

দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক মো: জুলহাস উদ্দিন বলেন, খাগড়াছড়ি সদরের শালবন এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে আব্দুল কাদের আংশিক দৃষ্টিপ্রতিবন্ধি। ঝালমুড়ি বিক্রি করে অন্ধ মা, এক পুত্র সন্তান ও স্ত্রী নিয়ে তার সংসার চলতো। করোনার করাল থাবায় বেকার হয়ে পড়ে কাদের। ঝালমুড়ি বিক্রির পুঁজি টুকুও হারিয়ে ফেলে সে। তাই অসহায় প্রতিবন্ধী কাদেরের পাশে সাহায্যের হাত বাড়িয়ে কর্মসংস্থানের প্রচেষ্টায় পার্বত্য প্রেসক্লাব।

রিক্সাভ্যান প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি সাংবাদিক যতন কুমার ত্রিপুরা, জেলা রেড ক্রিসেন্টের সদস্য, সাংবাদিক মো: দুলাল হোসেন, এড. নুর উল্লাহ হিরো, পার্বত্য প্রেসক্লাব’র অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক সুজন বড়ুয়া, সবুজ পাতার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক আশেক উল্যাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ