• শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে রাঙামাটিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত গাছ সুরক্ষা অভিযান: পেরেক অপসারণে ইয়ুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশন সাজেক অদ্বিতী পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র অবহিত করণ সভা অনুষ্ঠিত ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি বান্দরবানে ‘আরুং আনৈই’ ম্রো ছাত্রাবাসে পিসিসিপি’র শিক্ষা সহায়তা বিতরণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মহালছড়ি থানা পুলিশের মোংলায় ১৭ বছর পর শহিদ বেদিতে পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ বিএনপির বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণে সর্বক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে – সাবেক এমপি হামিদুর রহমান আযাদ গোয়ালন্দে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কক্সবাজার ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটস-এ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন

খাগড়াছড়িতে পার্বত্য প্রেসক্লাব ও সবুজ পাতার দেশ’র উদ্যোগে প্রতিবন্ধীকে রিক্সাভ্যান প্রদান

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি / ৬৬৬ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

খাগড়াছড়িতে পার্বত্য প্রেসক্লাব ও সবুজ পাতার দেশ পত্রিকার উদ্যোগে প্রতিবন্ধী মো: কাদেরকে কর্মসংস্থানের উপকরণ হিসেবে রিক্সাভ্যান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) পার্বত্য প্রেসক্লাব”র অস্থায়ী কার্যালয়ে এ রিক্সাভ্যান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক এড. মো: জসিম উদ্দিন মজুমদার।

পার্বত্য প্রেসক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা বলেন, সীমিত সামর্থ্যের মধ্যে থেকেও এ ধরনের ছোট ছোট মানবকল্যানে নিয়োজিত রাখার লক্ষ্য নিয়েই পার্বত্য প্রেসক্লাবের অগ্রযাত্রা। সেবার আত্মপ্রত্যয় নিয়ে আমরা সকলের সহযোগীতায় এগিয়ে যেতে চাই।

দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক মো: জুলহাস উদ্দিন বলেন, খাগড়াছড়ি সদরের শালবন এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে আব্দুল কাদের আংশিক দৃষ্টিপ্রতিবন্ধি। ঝালমুড়ি বিক্রি করে অন্ধ মা, এক পুত্র সন্তান ও স্ত্রী নিয়ে তার সংসার চলতো। করোনার করাল থাবায় বেকার হয়ে পড়ে কাদের। ঝালমুড়ি বিক্রির পুঁজি টুকুও হারিয়ে ফেলে সে। তাই অসহায় প্রতিবন্ধী কাদেরের পাশে সাহায্যের হাত বাড়িয়ে কর্মসংস্থানের প্রচেষ্টায় পার্বত্য প্রেসক্লাব।

রিক্সাভ্যান প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি সাংবাদিক যতন কুমার ত্রিপুরা, জেলা রেড ক্রিসেন্টের সদস্য, সাংবাদিক মো: দুলাল হোসেন, এড. নুর উল্লাহ হিরো, পার্বত্য প্রেসক্লাব’র অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক সুজন বড়ুয়া, সবুজ পাতার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক আশেক উল্যাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ