• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ বাহিনীর অভিযান মানিকছড়িতে ইয়ুথ গ্রুপের সক্রিয়করণ সভা অনুষ্টিত নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে- অধ্যক্ষ আলী আলম আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে শতবর্ষের ঐতিহ্য,পাহাড়ের মাচাংঘর দীঘিনালায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: দুই শতাধিক পাহাড়ি-বাঙালি পেলেন চিকিৎসা সেবা খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব কাপ্তাই শিশু নিকেতনে ভূমিকম্প ও  অগ্নিকান্ড বিষয়ক  মহড়া অনুষ্ঠিত  রামগড়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার ফেসবুকে মানহানিকর ভিডিও দেওয়ার জন্য  কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি’র থানায় জিডি গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি আশঙ্কা যশোরে শার্শার কায়বায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক দীঘিনালায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ২ জন

খাগড়াছড়িতে পার্বত্য প্রেসক্লাব ও সবুজ পাতার দেশ’র উদ্যোগে প্রতিবন্ধীকে রিক্সাভ্যান প্রদান

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি / ৮১০ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

খাগড়াছড়িতে পার্বত্য প্রেসক্লাব ও সবুজ পাতার দেশ পত্রিকার উদ্যোগে প্রতিবন্ধী মো: কাদেরকে কর্মসংস্থানের উপকরণ হিসেবে রিক্সাভ্যান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) পার্বত্য প্রেসক্লাব”র অস্থায়ী কার্যালয়ে এ রিক্সাভ্যান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক এড. মো: জসিম উদ্দিন মজুমদার।

পার্বত্য প্রেসক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা বলেন, সীমিত সামর্থ্যের মধ্যে থেকেও এ ধরনের ছোট ছোট মানবকল্যানে নিয়োজিত রাখার লক্ষ্য নিয়েই পার্বত্য প্রেসক্লাবের অগ্রযাত্রা। সেবার আত্মপ্রত্যয় নিয়ে আমরা সকলের সহযোগীতায় এগিয়ে যেতে চাই।

দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক মো: জুলহাস উদ্দিন বলেন, খাগড়াছড়ি সদরের শালবন এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে আব্দুল কাদের আংশিক দৃষ্টিপ্রতিবন্ধি। ঝালমুড়ি বিক্রি করে অন্ধ মা, এক পুত্র সন্তান ও স্ত্রী নিয়ে তার সংসার চলতো। করোনার করাল থাবায় বেকার হয়ে পড়ে কাদের। ঝালমুড়ি বিক্রির পুঁজি টুকুও হারিয়ে ফেলে সে। তাই অসহায় প্রতিবন্ধী কাদেরের পাশে সাহায্যের হাত বাড়িয়ে কর্মসংস্থানের প্রচেষ্টায় পার্বত্য প্রেসক্লাব।

রিক্সাভ্যান প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি সাংবাদিক যতন কুমার ত্রিপুরা, জেলা রেড ক্রিসেন্টের সদস্য, সাংবাদিক মো: দুলাল হোসেন, এড. নুর উল্লাহ হিরো, পার্বত্য প্রেসক্লাব’র অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক সুজন বড়ুয়া, সবুজ পাতার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক আশেক উল্যাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ