“ভিটামিন-এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান” এই শ্লোগানকে সামনে রেখে আগামী ২৬ সেপ্টম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে রাঙামাটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
আজ রবিবার (২০ সেপ্টম্বর ২০) বিকাল ৩.৩০মিনিটে রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাঙামাটির জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেস ক্লাবের সদস্য সৈয়দ মাহবুব, জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ড. মোস্তফা কামাল প্রমুখ।
সংবাদ সম্মেলন জানানো হয়, আগামী ২৬ সেপ্টেম্বর সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই রাউন্ডে রাঙামাটি জেলার ১০ উপজেলায় মোট ৮০ হাজার ৯৮১ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু খাবে ৮ হাজার ৯১৮টি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু খাবে ৭২ হাজার ৬৩টি ক্যাপসুল। এ সময় পুরো জেলায় মোট ১ হাজার ৩১৫টি কেন্দ্র খোলা থাকবে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা ও স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।