বান্দরবানের আলীকদমে গরু চোরাচালান ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ধঅরি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত মিছবাহ উদ্দিন (১৮) নয়াপাড়া ইউনিয়নের ইছহাক কারবারি পাড়ার মহিউদ্দিন এর পুত্র এবং আহত গিয়াস উদ্দিন (২০) নয়াপাড়া ইউনিয়নের ইছহাক সর্দার পায়ারার মৃত জাকের আহাম্মদের পুত্র।
গরু চোরাচালান, গরু ব্যবসা ও চাঁদার ঘটনায় এমন ঘটনা ঘটতে পারে বলে আশংকা করে আসছিল স্থানীয়রা।
এদিকে ঘটনা শুনামাত্র আহতকে দেখার জন্য হাসপাতালে ও নিহতকে দেখতে বাড়ি পরিদর্শনে যান আলীকদম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির উদ্দীন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি ও নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন।
আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির উদ্দীন সরকার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিব।
এম/এস