শুক্রবার (৩ মার্চ) বিকেল ৫ টায় এ সীমান্তে পাহারারত ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোয়ানরা এসব সিগরেটের প্যাকেট গুলো জব্দ করেন। বিষয়টি ৩৪ বিজিবির একটি সূত্র নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, জব্দ করা সিগরেট ধ্বংস করার প্রক্রিয়া চলছে। আর ঘুমধুম ও তুমব্রু এ সীমান্তে বিজিবি জোয়ানরা তাদের চোরাচালান জব্দ অভিযান অব্যাহত থাকবে। অপরদিকে শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই পাবেল মল্লিকসহ পুলিশের ১টি দল ঘুমধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে তল্লাশি কালে সন্দেহ জনক আচরণের কারনে তাকে আটক করে। আটককৃত ব্যক্তির নিকট হতে ২ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়, যার বাজার মূল্য ৬লক্ষ টাকা। আটককৃত ব্যক্তি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ৮ এর মৃত ফয়েজ উল্লাহ’র পুত্র রহমতুল্লাহ (২৮)
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা বলেন, জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম এর সার্বিক নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এম/এস