রাজবাড়ীর গোয়ালন্দে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা আনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উজানচর ইউনিয়নের সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট মাঠ চত্বরে এ প্রতিযোগীতা উদ্বোধন করা হয়।
এতে উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা আক্তার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন রনি প্রমুখ।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আলমগীর হোসেন, মিরাজ বিশ্বাস।
এম/এস