• শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
পাহাড়ের সকল হত্যাকান্ডের বিচারের দাবীতে চট্টগ্রামে মানববন্ধন শিক্ষার জন্য চাই আনন্দময় পরিবেশ বললেন শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মোসাম্মৎ কামরুন নাহার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে সংবর্ধনা ও ক্যাপিং সেরিমনি চট্টগ্রামের বিশেষজ্ঞ হোমিওপ্যাথ এর সাফল্যঃ আন্তর্জাতিক জার্নালে কেইস রিপোর্ট প্রকাশ খাগড়াছড়িতে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি কাজ মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসন বাঘাইছড়িতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা গুরুতর অসুস্থ প্রবীণ সাংবাদিক বাবর লংগদুতে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতে ইসলামী,র, কর্মী সমাবেশ নবীনগরে ইউএনও শামীমের বদলির প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদ সম্মেলন পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ মানিকছড়ি শাখার ত্রি-বার্ষিক সম্মেলন- সভাপতি দেওয়ানজী, সম্পাদক সঞ্জয় মা‌টিরাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি দূর্গম পাহাড়ে জুম চাষ জুমচাষিদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন 

যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় আহত যুবকের ঢামেকে মৃত্যু

আল আমিন রনি, স্টাফ রিপোর্টার: / ২৪৮ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল হাসেম রোড এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত মো. জাহিদ আকন্দ (৩৬) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত যুবকের বোন মাহমুদা আক্তার জাগো নিউজকে বলেন, আমার ভাইয়ের আংশিক মানসিক সমস্যা ছিল। সে বাসায় ঠিকমতো থাকতো না। গত ৩১ অক্টোবর বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পথচারীরা ঢামেক হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের ২০০ নম্বর ওয়ার্ডে নিউরোসার্জারি বিভাগে তাকে ভর্তি করা হয়।

তিনি জানান, ঘটনার পরদিন গত ১ নভেম্বর ওই যুবককে ছাড়পত্র দেন চিকিৎসক। এরপর তাকে বাসায় নিয়ে যাই। কিন্তু গতকাল শুক্রবার (৪ নভেম্বর) গভীর রাতে আবার অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবক শরিয়তপুরের নড়িয়া থানার বাবুর্চির গ্রামের মৃত আলী আকন্দের ছেলে। বর্তমানে রাজধানীর ডেমড়া এলাকায় থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ