• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আলীকদমে চেয়ারম্যান প্রার্থীর অশালীন বক্তব্যর প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন রাত পোহালেই ভোট চেয়ারম্যান পদ নির্ভার হলেও ভাইস চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস নির্বাচনে প্রভাব বিস্তারে রাঙামাটিতে ইউপিডিএফ (প্রসিতের) সশস্ত্র গ্রুপের আগমন প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রেস বিবৃতি দিলো বরকলের সন্তোষ চাকমা ফরিদপুর রেলস্টেশনে ঢাকামুখী কমিউটার ট্রেনের গতিরোধ পাহাড়খেকো আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ’কে ঠেকাবে কে ? কাপ্তাই সেনা জোনের উদ্যোগে চালু হল ”মানবতার দেওয়াল” কালবৈশাখীর ছোবলে মানিকছড়িতে ঘর-বাড়ি ভেঙে চুরমার বিদ্যুৎ লাইন বির্পযয় রামগড়ে বজ্রপাতে গংজ মার্মার মৃত্যু কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের সুইচ ইয়ার্ডে অগ্নিকান্ড উপজেলা নির্বাচনে নিজেদের প্রার্থীদের জেতাতে মরিয়া জেএসএস (সন্তু) খাগড়াছড়িতে নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

নবীনগরে জেলা পরিষদ নির্বাচন সাধন সাহা জয়

সাধন সাহা জয় , নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: / ২১২ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

সারাদেশে দ্বিতীয়বারের মতো জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।এরই অংশ ব্রাহ্মাণবাড়িয়ার নবীনগরে কঠোর নিরাপত্তায় অবাধ সুষ্ঠু ভাবে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়।ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহন হয়েছে।

চেয়ারম্যান পদে আল মামুন সরকার (আনারস) পেয়েছেন ১৮৬ ভোট তার নিকটতম প্রতিদন্ধি শফিকুল ইসলাম এমএচসি (মটরসাইকেল) পেয়েছেন ৯৭ ভোট,সদস্য পদে নাছির উদ্দিন (অটোরিক্সা) পেয়েছেন ১৪৫ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদন্ধি আবুল হোসেন আজাদ (টিউবঅয়েল) পেয়েছেন ৭৬ ভোট,সংরক্ষিত নারী সদস্য পদে অধ্যাপিকা নূরন্নাহার বেগম পেয়েছেন ১৩৩ ভোট পেয়েছেন,তার নিকটতম প্রতিদন্ধি সনি আক্তার সুচি (ফুটবল) পেয়েছেন ১১৩ ভোট।

জেলা পরিষদ নির্বাচনে এই উপজেলাটি ৮নং ওয়ার্ড,মোট ভোটার সংখ্যা ২৮৮ জন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন ছাড়াও ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটার গন হল উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য গণরা।

ভোটকেন্দ্রের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্য সহ র‍্যাব সদস্যরাও দায়িত্ব পালন করেছে। ৮নং ওয়াড নবীনগর ভোট কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্যাটের দায়িত্ব ছিলেন নবীনগর সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্যাট মোশারফ হোসাইন।এই কেন্দ্রে ভোটারদেরকে সম্পূর্ণভাবে মোবাইল ফোন ইলেকট্রনিক্স সামগ্রী আনা নিষেধ করেছেন এ ছাড়াও, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নবীনগরে ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে দেখা যায়। একাধিক ভোটাররা তাদের ভোট শেষে সুষ্ঠু ভাবে ভোট দিতে পেরে জেলা প্রশাসন কে ধন্যবাদ জানিয়েছে। এমনকি ০৮ নং ওয়াডের নবীনগরের সকল সদস্য পুরুষ ও মহিলা প্রার্থীরা স্ব স্ব বক্তব্যে অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা স্বীকার করেন।

এসময় ভোট কেন্দ্র পরিদর্শন করা জেলা পুলিশ সুপার আনিসুর রহমান জানান, আমাদের প্রশাসন শক্তভাবে ভোট কেন্দ্র সহ তৎসংলগ্ন এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে, কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে ভোট দেয়ার সকল ব্যবস্থা গ্রহণ করা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শাহগীর আলম জানান, আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি,এখন পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট গ্রহণ চলছে।কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে আমাদের প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ