কক্সবাজার উকিয়া রোহিঙ্গা ক্যাম্পে গতকাল শুক্রবার ভোরে যে হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। একই সঙ্গে শরণার্থী ক্যাম্পগুলোতে সবাইকে যাতে নিরাপদ রাখা যায় সেজন্য সবাইকে একত্রে কাজ করার আহ্বানও জানান তিনি।
এক টুইট বার্তায় আজ শনিবার, ২৩ অক্টোবর, উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র শরণার্থী সংকটের শুরু থেকেই বাংলাদেশ ও রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে আছে এবং এর শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবার জন্য শরণার্থী ক্যাম্পগুলো নিরাপদ রাখতে একসঙ্গে সবাইকে কাজ করতে হবে।
এর আগে গতকাল শুক্রবার, ২২ অক্টোবর, ভোরে ফজরের নামাজের সময় উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তরা ব্রাশ ফায়ার করে ৭ জনকে হত্যা করে। এ ছাড়া ওই ঘটনায় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, ইউএনএইচসিআর, এর আগে রোহিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সরকারকে নিরাপত্তা জোরদার করার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, এর আগে গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাত ৯টার দিকে আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। ওই ঘটনার পরও তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বিবৃতি দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন।