ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে মাহে রমজান আগমন উপলক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী’র স্বাগত র্যালি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর শহরের বাংলাদেশ জামাত ইসলামী মাহে রমজান আগমন উপলক্ষ্যে স্বাগত র্যালি বের করে শরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পৌর শহরের মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে।
অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামী’র খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মোঃ মিনহাজুর রহমান, সহকারি সেক্রেটারি মো ইউসুফ, খাগড়াছড়ি সদর উপজেলার আমির মোঃ ইলিয়াস, খাগড়াছড়ি জেলা শিবিরের সেক্রেটারি আব্দুস সাত্তার প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, পবিত্র মাহে রমজান মাস আগমন উপলক্ষ্যে ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান বাংলাদেশ জামাত ইসলামী। পবিত্র রমজান মাসে দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে গাড়ি চালক, রিক্সাওয়ালা থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষদের চলতে কষ্ট হয়।
এই পবিত্র মাস’কে পুঁজি করে কোন ব্যবসায়ী যাতে সিন্ডিকেট করতে না পারে সেদিকে নজর দিতে প্রশাসনকে জোর দাবি জানান তারা।