• শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত নবাবপুর ইউপি চেয়ারম্যান’র দায়িত্ব গ্রহণের ৩ বছর পূর্তিতে খতমে কুরআন ও দোয়া মাহফিল পানছড়িতে ৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ক্রীড়া সামগ্রী বিতরণ পানছড়ি মরাটিলায় শ্রী শ্রী সার্বজনীন শিব মন্দিরে হরিনাম যজ্ঞ মহাউৎসব উদযাপন জমকালো আয়োজনে মানিকছড়ি ফুড হাউজ এন্ড মাস্টার মাইন্ড সিজন-২ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন খাগড়াছড়িতে মাহে রমজান আগমন উপলক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী’র স্বাগত র‍্যালি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সমাবেশ অনুষ্ঠিত মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে রাঙামাটিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত গাছ সুরক্ষা অভিযান: পেরেক অপসারণে ইয়ুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশন সাজেক অদ্বিতী পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র অবহিত করণ সভা অনুষ্ঠিত ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি

বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের- জান্নাতুল ফেরদৌসের বিদায় অনুষ্ঠিত

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান / ২৭০ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান

যেতে নাহি দিব হায় তবুও চলে যেতে হয়- রবী ঠাকুর, বিদায় শব্দটা বড় বেদনার।বড় কষ্টের তারপরও কিছু বিদায় গর্বের।সুদীর্ঘ ৪১ বছর সুদক্ষ কর্মজীবনের অবসান এটা সবার জীবনে আসে না।বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক  জান্নাতুল ফেরদৌসের আজ সেই মহতি বিদায় অনুষ্ঠানের মাধ্যমে তার কর্মময় জীবনের অবসান হলেও তিনি সারা জীবন আমাদের হৃদয় মাঝে  অম্লান হয়ে থাকবেন। মহান রবের কাছে তার অবসর জীবনের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করছি।

চার দশকের দীর্ঘ শিক্ষকতা জীবনের শেষ দিনটি এমন স্মরণীয় ও হৃদয়ছোঁয়া হবে, তা কখনো ভাবিনি। আজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় এবং সকল সহকর্মী শিক্ষক-শিক্ষিকারা আমাকে যে সম্মান, ভালোবাসা এবং শ্রদ্ধায় বিদায় জানালেন, তা আমার জন্য কেবল গর্বের নয়, জীবনের অন্যতম প্রাপ্তি।

 

জান্নাতুল ফেরদৌস বিদায় বেলায় বলেন – আমার কর্মজীবনের প্রতিটি অধ্যায়ে প্রধান শিক্ষক মহোদয়ের নেতৃত্ব এবং সহকর্মীদের সহযোগিতা ছিল আমার এগিয়ে চলার প্রধান শক্তি। প্রধান শিক্ষক মহোদয় শুধু একজন প্রশাসনিক নেতা নন, তিনি ছিলেন আমাদের সবার জন্য অনুপ্রেরণার প্রতীক। তাঁর বিচক্ষণ দিকনির্দেশনা এবং আন্তরিক সমর্থন আমাকে সবসময় নতুন উদ্যমে কাজ করার শক্তি জুগিয়েছে।

সহকর্মী শিক্ষক-শিক্ষিকারা শুধু আমার সহযাত্রী নন, তাঁরা ছিলেন আমার পরিবারের মতো। আমরা একে অপরের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা এবং সহযোগিতা দেখিয়েছি, তা আমাদের পেশাগত জীবনকে আনন্দময় এবং অর্থবহ করে তুলেছে। আজ তাঁদের প্রতিটি কথা, প্রতিটি অভিব্যক্তি আমাকে স্পষ্ট মনে করিয়ে দিয়েছে, তাঁদের অবদান ছাড়া আমি কখনো আমার শিক্ষাজীবনের এই যাত্রায় সফল হতে পারতাম না।

আমার ছাত্র-ছাত্রীরা আমার হৃদয়ের এক বিশেষ জায়গা জুড়ে থাকে। আজ যখন আমি তাঁদের সামনে শেষবারের মতো দাঁড়ালাম, তাঁদের চোখে যে অশ্রু দেখেছি এবং হৃদয়ে যে ভালোবাসা অনুভব করেছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাঁদের ভালোবাসা এবং সম্মান আমাকে প্রতিনিয়ত ভালো শিক্ষক হয়ে ওঠার প্রেরণা জুগিয়েছে।

আজকের এই অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাগণের উপস্থিতি এবং তাঁদের আন্তরিক মূল্যায়ন আমার পুরো কর্মজীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। তাঁদের সম্মান এবং শুভকামনা আমার জন্য এক অনন্য আশীর্বাদ হয়ে থাকবে।

এই বিদায় শুধু আমার শিক্ষকতা জীবনের সমাপ্তি নয়, এটি আমার অর্জন, আমার সম্পর্ক, এবং আমার ভালোবাসার উদযাপন। প্রধান শিক্ষক মহোদয়, সহকর্মী শিক্ষক-শিক্ষিকা, এবং আমার প্রিয় ছাত্র-ছাত্রী—আপনাদের ভালোবাসা এবং সম্মান আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ।

আমি আপনাদের সবার প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা এবং সম্মান দিয়েছেন, তা আমি চিরকাল লালন করব। আজকের এই দিনটি আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। আপনাদের প্রত্যেকের প্রতি আমার গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা, এবং ভালোবাসা।

বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক  জান্নাতুল ফেরদৌসের বিদায় অনুষ্ঠান হয়েছে সম্প্রতি।বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম চৌধুরী।


প্রধাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (আসিফ)-সিনিয়র জজ আদালড, কক্সবাজার। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দীপিকা ভট্টাচার্য, স্কুলের  ছাত্র ছাত্রী বিদায়  অনুষ্ঠানের  বক্তব্য ও চিঠি প্রেস করেন।   উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা, অভিভাবকসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ