• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বেড়াতে আসুন রূপের রাণী বান্দরবানে লামায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ ইতিহাদ এর উদ্যোগে লামায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত সরকারি পুকুরে মাছ শিকারের অভিযোগে লক্ষ টাকা জরিমানা করল উপজেলা প্রশাসন আগামীকাল শনিবার কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে জোন কমাণ্ডার’স স্কলারশিপ: অংশ নিচ্ছেন ৫১২ জন শিক্ষার্থী খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত নদীর পাড়ে তামাক চাষ বন্ধে বিএটিবি’র কৃষক সমাবেশ আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে মানিকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বই ও শিক্ষা উপকরণ উপহার প্রদান চাঁদার টাকা না দিলে হামলা বেপরোয়া হয়ে উঠেছে -সন্ত্রাসী রকি গ্রুপ ১ যুগ পর মহালছড়ি গণতান্তিক উপায়ে বাজার ব্যবসায়ী কমিটি গঠন ওলামা বাজার মাদ্রাসার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

রাঙ্গামাটিতে টিআইবি’র স্বেচ্ছাসেবীদের জন্য দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি) / ১৩২ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি) 

রাঙ্গামাটিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত স্বেচ্ছাসেবীদের জন্য দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৩ অক্টোবর) দিনব্যাপী আশিকা কনভেনশন পার্ক, নিউমার্কেট, রনাঙ্গামাটিতে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্ধোধনী বক্তব্য প্রদান করেন সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা। তিনি টিআইবি’র দুর্নীতিবিরোধী কার্যক্রমে অংশগ্রহণকারীদের অভিনন্দন জ্ঞাপন করেন। টিআইবি’র স্বেচ্ছাসেবীদের দুর্নীতিবিরোধী ওরিয়েন্টেশনে টিআই, টিআইবি ও দুর্নীতিবিরোধী সামাজিক অন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন পরিচালনা করেন টিআইবি’র চট্টগ্রাম ক্লাস্টারের কো- অর্ডিনেটর মো: জসিম উদ্দিন।

দ্বিতীয় পর্বে, টিআইবি ট্রাস্টি বোর্ড এর মেম্বার ও সনাক সদস্য সুস্মিতা চাকমা সমাপনী বক্তব্যে বলেন, সনাক দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করে  তোলার চেষ্টা করে। প্যাকটা প্রকল্প তেমনি একটি প্রকল্প যা দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করতে কাজ করবে। এ প্রকল্পের আওতায় আমরা অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর মাধ্যমে তৃনমূল পর্যায়ে কাজ করছি। প্যাকটা প্রকল্পের অধীনে কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং দুর্নীতি কমবে বলে আমরা আশা করি। তিনি ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী প্রায় ৯০ জন স্বেচ্ছাসেবীদের (সনাক, ইয়েস ও এসিজি) দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান। ওরিয়েন্টেশনে সনাক সদস্য অমলেন্দু হাওলাদার, গৈরিকা চাকমা, নিরূপা দেওয়ান, অঞ্জুলিকা খীসা, মো: মুজিবুল হক বুলবুল, মো: রেজাউর রশীদ পাপ্পু, মোহাম্মদ আলী, অ্যাডভোকেট রাজীব চাকমা, এসিজি সদস্যবৃন্দ ও ইয়েস সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ