আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রশাসন ও আ.লীগের উদ্যোগে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়াসহ সকল প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীরা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন মোনাজাত করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আহমদুল হক। মোনাজাত শেষে পরিষদ মিলনায়তনে ইউএনও সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা।
এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে লুকায়িত জাতির পিতার ভাষনের মর্মাথ তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিরা।
অন্যদিকে সকালে উপজেলা আ.লীগের উদ্যোগে দলীয় অফিসের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সভাপতি মো.জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনের উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।