• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষ ও তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে- আমীর খসরু বানভাসিদের জন্য রাজারবাগ দরবার শরীফের মেডিকেল ক্যাম্পেইন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কাচালং নদীতে গোসল করতে নেমে এক কিশোরী নিখোজ নবীনগরে উস্তাদ আলাউদ্দিন খাঁ,র ৫২ তম মৃত্যু বার্ষিকী পালন মানিকছড়িতে মারমা কল্যাণ সমিতির মতবিনিময় ও আলোচনা সভা মানিকছড়িতে মারমা ঐক্য পরিষদের মতবিনিময় সভা জেলার ত্রাণ তহবিলে নানিয়ারচর বিএনপির অর্থ জমা লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে সেনা জোন লংগদুতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত লংগদুতে ইউপি সদস্য রূপচান,র, পদ ত্যাগের দাবিতে মানববন্ধন

মহেশখালীতে দাখিলে জিপিএ-৫ পেয়ে এগিয়ে কুতুবজোম দাখিল মাদ্রাসা

হ্যাপি করিম, স্টাফ রিপোর্টার মহেশখালী / ৩১৪ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে অবস্থিত স্বনামধন্য ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসা। এবার দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনে উপজেলা পর্যায়ে শীর্ষস্থান অর্জনে মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষক সকলেই সন্তুষ্ট হয়েছেন শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে ৬২ জন শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৪ জন, জিপিএ-৪ পেয়ে পাশ করেছে ২৭ জন বাকিরা অন্যান্য গ্রেডে পাশ করেছে। গত ২৮ শে জুলাই ফলাফল প্রকাশে এবছর উপজেলায় ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এ পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ এ শীর্ষস্থান দখল করেছে প্রতিষ্ঠানটি।

কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আজহারুল ইসলাম প্রতিনিধি হ্যাপী করিম’কে বলেন, বিগত বছরের ন্যায় এ বছরও দাখিল পরীক্ষায় স্বনামধন্য প্রতিষ্ঠানটি জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থান অর্জন করতে সক্ষম হয়েছে। এ সাফল্যের জন্য তিনি প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আমির হোসেন কোম্পানি বলেন, শিক্ষার্থী এবং তাদের সাফল্যের পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে সবার প্রতি জানাই অফুরন্ত কৃতজ্ঞতা। ভবিষ্যতে এ মাদ্রাসা যেন আরও ভালো ফলাফল উপহার দিতে পারে এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

উপজেলা শিক্ষা অফিসের প্রাপ্ত তথ্যমতে, উপজেলায় এ বছর মাদ্রাসা বোর্ডের ২টি কেন্দ্রে ৯৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ