মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে অবস্থিত স্বনামধন্য ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসা। এবার দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনে উপজেলা পর্যায়ে শীর্ষস্থান অর্জনে মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষক সকলেই সন্তুষ্ট হয়েছেন শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে ৬২ জন শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৪ জন, জিপিএ-৪ পেয়ে পাশ করেছে ২৭ জন বাকিরা অন্যান্য গ্রেডে পাশ করেছে। গত ২৮ শে জুলাই ফলাফল প্রকাশে এবছর উপজেলায় ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এ পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ এ শীর্ষস্থান দখল করেছে প্রতিষ্ঠানটি।
কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আজহারুল ইসলাম প্রতিনিধি হ্যাপী করিম'কে বলেন, বিগত বছরের ন্যায় এ বছরও দাখিল পরীক্ষায় স্বনামধন্য প্রতিষ্ঠানটি জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থান অর্জন করতে সক্ষম হয়েছে। এ সাফল্যের জন্য তিনি প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আমির হোসেন কোম্পানি বলেন, শিক্ষার্থী এবং তাদের সাফল্যের পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে সবার প্রতি জানাই অফুরন্ত কৃতজ্ঞতা। ভবিষ্যতে এ মাদ্রাসা যেন আরও ভালো ফলাফল উপহার দিতে পারে এজন্য সবার সহযোগিতা কামনা করছি।
উপজেলা শিক্ষা অফিসের প্রাপ্ত তথ্যমতে, উপজেলায় এ বছর মাদ্রাসা বোর্ডের ২টি কেন্দ্রে ৯৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত