আমি খুব সাধারণ
তারেক আল মুনতাসির
আমি খুব সাধারণ
তোমাদের শব্দভাণ্ডারে যা আছে ,
আমার তা কিছুই নেই
আমার মন যা বলে , তাই লিখি।
কবিতায় নতুন করে খুজে পাই নিজেকে।
প্রতিটা অক্ষর আমার সাথে কথা বলে ,
প্রতিটা বাক্য আমার স্নেহ চায়
ভালোবেসে লিখি , মমতা দিয়ে সাজাই ।
আমি খুব অভিমানী একজন
বলে ফেলি , নয়তো চুপ হয়ে যাই ,
অবাক চোখে মানুষের ছলাকলা দেখি
মনের মধ্যে পুষে রাখি হাজারো এলোমেলো স্বপ্ন ।
আমি এমনই , খুব সাধারন একজন
সুযোগ পেলেই মানুষ কষ্টের সাথী হই।
অহংকারের বড়াই দেখানো আমার স্বাভাব নই
আমি তো আমি , অতি ক্ষুদ্র একজন ।