২০২২-২৩অর্থ বছরে পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ির উদ্যোগে রামগড় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক দুই”শ কৃষকের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়।
শুক্রবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা হল রুমে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃরাশেদ চৌধুরীর সঞ্চালনা ও কৃষি কর্মকর্তা মোঃমিজানুর রহমানের সভাপতিত্বে চারা বিতরণ করেন প্রধান অতিথী খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, রামগড় ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্আলম মজুমদার,রামগড় থানার ওসি(তদন্ত) মোঃফকরুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী,ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, রাজনৈতিক, সামাজিক ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
এ সময় জন প্রতি ২৫টি করে উপজেলার ২শ প্রান্তিক কৃষকদের মাঝে পাঁচ হাজার ফলজ চারা বিতরণ করা হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস