• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ডা. শাহিনের প্রচেষ্টায় খুলনা বিভাগে প্রথম মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৃষ্টির প্রত্যাশায় গোয়ালন্দে ইস্তেস্কা নামাজ আদায় লামায় চাঁদা আদায়কালে অস্ত্র সহ যুবক আটক বাঙ্গালহালিয়াতে সুধীর বিশ্বাসের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি নরসিংদী হতে  আটক বাংলাদেশের অনগ্রসর ত্রিপুরা জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছে বাত্রিকস- হিরন জয় ত্রিপুরা পেনশন স্কিমে সুবিধাভোগীর সম্পৃক্ততা বাড়াতে কাজ করছে মানিকছড়ি প্রশাসন মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলন করায় অর্ধ লাখ টাকা জরিমানা বান্দরবানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় কাপ্তাইয়ে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

মাদারীপুরে আনন্দ উল্লাসের মাধ্যমে বিজয় দিবস উদযাপন

মোঃ আমানুল্লাহ ফকির, মাদারীপুর প্রতিনিধিঃ / ৫৫২ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপন করা হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে এবছর কর্মসূচিগুলো সীমিত আকারে পালন এবং সালাম গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়।

নানা কর্মসূচির মধ্যে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।

এরপর সকল সরকারি-বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব আব্দুল হান্নান, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব চাইলাউ মারমা, অতিঃ পুলিশ সুপার (ডিএসবি), জনাব মনিরুজ্জামান ফকির পিপিএম, অতিঃ পুলিশ সুপার (সদর), জনাব এহসানুর রহমান ভূইয়া অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল), মাদারীপুরগণ সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সহযোগি সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়া সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সীমিত আকারে মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসনের সৌজন্য সাক্ষাতকার অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় বিশেষ প্রার্থনা, জেলা হাসপাতাল, শিশুসদন ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা, অনলাইন চলচ্চিত্র প্রদর্শন এবং সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির পিতার স্বপ্নের বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ও ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চতম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ