• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় পুবালী ব্যাংক লিমিটেড এর উপ-শাখার উদ্বোধন

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি:  / ৬২১ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

অর্থনৈতিক ক্ষেত্রে নিরাপদ লেনদেনের মাধ্যম হিসেবে ব্যাংকিং সেবার জুুড়ি নেই। সভ্যতার উন্নতির সাথে সাথে সমান তালে এগিয়ে চলছে ব্যাংকিং খাতে নানা প্রযুক্তি ব্যবহার। বর্তমানে সেই আধুনিক প্রযুক্তির জনপ্রিয় অনলাইন ও ইন্টারনেট ব্যাংকিং সেবা-সহ বিভিন্ন খাতে ঋন প্রদানের সুুবিধা প্রত্যয়ে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালু করেছে পুবালী ব্যাংক লিমিটেড মাটিরাঙ্গা উপ-শাখা ।
বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আলী কমপ্লেক্স এর ২য় তলায় পুবালী ব্যাংক লিমিটেড মাটিরাঙ্গা উপ-শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটি চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক নরেশ চন্দ্র বসাক।
এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক খান মোঃ জাবেদ জাফর, চট্টগ্রাম প্রিন্সিপাল অফিস উপ-মহাব্যবস্থাপক এইচ এম ওমর ফারুক, চট্টগ্রাম উত্তর অঞ্চলের সহকারী মহা-ব্যবস্থাপক সরদার মোঃ হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পুবালী ব্যাংক লিমিটেড খাগড়াছড়ি শাখার সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী কার্যক্রমে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিগণ, ঠিকাদার ও আমন্ত্রিত বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুবালী ব্যাংক লিমিটেড মাটিরাঙ্গা উপ-শাখার দায়িত্বরত ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম এর বরাত দিয়ে জানা গেছে, মাটিরাঙ্গা উপ-শাখা হলেও এই শাখা গ্রাহকদের আমানত সংগ্রহ, ঋণ প্রদান এবং অন্যান্য স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে। সারা দেশের মতো এখানেও পুবালী ব্যাংকিং এর সব ধরনের সেবা দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ