অর্থনৈতিক ক্ষেত্রে নিরাপদ লেনদেনের মাধ্যম হিসেবে ব্যাংকিং সেবার জুুড়ি নেই। সভ্যতার উন্নতির সাথে সাথে সমান তালে এগিয়ে চলছে ব্যাংকিং খাতে নানা প্রযুক্তি ব্যবহার। বর্তমানে সেই আধুনিক প্রযুক্তির জনপ্রিয় অনলাইন ও ইন্টারনেট ব্যাংকিং সেবা-সহ বিভিন্ন খাতে ঋন প্রদানের সুুবিধা প্রত্যয়ে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালু করেছে পুবালী ব্যাংক লিমিটেড মাটিরাঙ্গা উপ-শাখা ।
বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আলী কমপ্লেক্স এর ২য় তলায় পুবালী ব্যাংক লিমিটেড মাটিরাঙ্গা উপ-শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটি চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক নরেশ চন্দ্র বসাক।
এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক খান মোঃ জাবেদ জাফর, চট্টগ্রাম প্রিন্সিপাল অফিস উপ-মহাব্যবস্থাপক এইচ এম ওমর ফারুক, চট্টগ্রাম উত্তর অঞ্চলের সহকারী মহা-ব্যবস্থাপক সরদার মোঃ হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পুবালী ব্যাংক লিমিটেড খাগড়াছড়ি শাখার সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী কার্যক্রমে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিগণ, ঠিকাদার ও আমন্ত্রিত বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুবালী ব্যাংক লিমিটেড মাটিরাঙ্গা উপ-শাখার দায়িত্বরত ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম এর বরাত দিয়ে জানা গেছে, মাটিরাঙ্গা উপ-শাখা হলেও এই শাখা গ্রাহকদের আমানত সংগ্রহ, ঋণ প্রদান এবং অন্যান্য স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে। সারা দেশের মতো এখানেও পুবালী ব্যাংকিং এর সব ধরনের সেবা দেয়া হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত