• সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলো বান্দরবান সেনা জোন আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন গোয়ালন্দে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ফেলা হচ্ছে লামায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২১ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী দেশ সংস্কারে নির্বাচন দিয়ে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি বাঘাইছড়িতে শান্তি সম্প্রীতির লক্ষে স্থানীয় সুশীল সমাজের মত বিনিময় সভা চোর পেটানোর ঘটনায় পাল্টা হামলা, হিন্দু মুসলিম আহত ১০  নেত্রকোনায় মণ্ডপে মণ্ডপে নারী ভক্তদের সিঁদুর খেলা অনুষ্ঠিত বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে দেবীকে বিদায় জানালেন সনাতন ধর্মাবলম্বীরা  উন্নয়ন কর্মকান্ড ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী বিএনপি   রাজস্থলীতে ৪ টি পূজা মন্ডবে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৪১ লিটার চোলাই মদ সহ দুই জন আটক

রামগড়ে সরকারি জমিতে অবৈধভাবে কাটাতারের বেড়া স্থাপনকালে ২জনকে জেল

মোঃ মাসুদ রানা রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ২৯৭ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে সরকারি জমিতে অবৈধভাবে কাটাতারের বেড়া স্থাপনকালে ভ্রাম‍্যমাণ আদালতে দুইজনকে কারাদণ্ড প্রদান করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও (এক্সিকিউটিভ ম‍্যাজিষ্টেট) খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত।

সোমবার (১আগষ্ট ২০২২ ) সকালে রামগড় উপজেলাধীন ২৩৫নং নাকাপা মৌজায় রামগড় উপজেলা পরিষদ এর নামীয় ভূমিতে ১৯২০ সালে প্রতিষ্ঠিত মহকুমা প্রশাসকের বাংলোর (এসডিও বাংলো) সম্মুখে অবৈধভাবে কাটাতারের বেড়া স্থাপনকালে অফিস টিলা এলাকার বাসিন্দা আবুল কালাম,পিতাঃ আব্দুল মালেক,এবং দারোগা পাড়া এলাকার রুহুল আমীন পিতাঃ আলী আকবর,কে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃত দুইজনকে সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ইমারত (দখল পুনরুদ্ধার )আদেশ ১৯৭০ এর ৭এর ধারায় ৫ দিনের জেল প্রদান করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও (এক্সিকিউটিভ ম‍্যাজিষ্টেট)খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত জানান, সরকারি জমিতে অবৈধভাবে কাটাতারের বেড়া স্থাপন করার কারণে ২জনকে মোবাইল কোর্টের মাধ্যমে আটক করে অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত‍্যেককে ৫ দিনের জেল প্রদান করা হয়।

উল্লেখ যে উক্ত ভূমিতে ইতোপূর্বে বিজিবি রামগড় কর্তৃক অবৈধভাবে কাটাতারের বেড়া স্থাপন করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এর স্মারক নং ৪৪.১০.০০০০.১১৬.২৪.১৯.(অংশ_২)১৯২,তারিখ২৮/১১/২০২১ মূলে অবৈধভাবে দখলকৃত জমি বিষয়ে বিদ‍‍্যমান আইনও বিধিমালা র আলোকে সরকারি স্বার্থ সংরক্ষণ নিমিত্ত পরবর্তী প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক খাগড়াছড়ি কে নিদের্শ দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)খাগড়াছড়ি পার্বত্য জেলা ২৪/০৪/২০২২ তারিখে The Government and Local Authority Lands Building’s (Recovery of Possession) Ordinence.১৯৭০(ordinence No XXIV of ১৯৭০ মোতাবেক অবৈধ স্থাপনা ১ মাসের মধ্যে সরিয়ে না নিলে উচ্ছেদ করার বিধান এবং অবৈধ দখলের কারণে উল্লিখিত আইনের ধারা মোতাবেক সর্বোচ্চ ২ বছরের সশ্রম /বিনাশ্রম কারাদণ্ডের বিধান উল্লেখ পূর্বক উপজেলা পরিষদ এর নামীয় ভূমি হতে অবৈধ দখলীয় অবকাঠামো অপসারণের জন্য রামগড় বিজিবিকে লিখিত পত্র দেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ