• সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাহাড়ের সকল জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করবে রাঙ্গামাটি জেলা পরিষদ -হাবিব আজম লিভার ডেমেজ ! নতুন সংযোজনে ব্যয় ৩০ লাখ টাকা! সন্তানকে বাঁচতে মা-বাবার আর্তনাদ খাগড়াছড়ি জেলা জামায়াতের নব-নির্বাচিত আমিরের শপথ অনুষ্ঠান সম্পন্ন কেন লামায় বেড়াতে যাবেন.? এমএন লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়িতে প্রভাতফেরীতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  খাগড়াছড়ি জেলা ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি  রামগড়ে বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনু্ষ্ঠিত  আলীকদমে যৌথ অভিযানে ৩৪০০ পিস ইয়াবা উদ্ধার সোনাগাজীতে সাংবাদিকের ওপর হামলা : প্রধান আসামি গ্রেপ্তার গোয়ালন্দে চরমপন্থী নেতা হত্যামামলায় দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ছাত্র ছাত্রীরা বন্ধ করে দিলো কলেজের পার্শ্বরাস্তা জীবনে পরিশ্রম না করলে সফলতা অর্জন করা যায় না -অংসুই প্রু মারমা

মহেশখালীতে কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের জাতীয় শিশু দিবস পালন

হ্যাপী করিম (মহেশখালী) কক্সবাজার: / ২২৮ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা এবং আনন্দমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনস্থ মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার পাঁচটি ইউনিয়ন- মাতারবাড়ি, ধলঘাটা, কালারমারছড়া, শাপলাপুর ও ছোট মহেশখালী ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা কেক কাটার মধ্য দিয়ে পালন করেছে জাতীয় শিশু দিবস।

এর মধ্যে পৌর সভার গোরকঘাটা কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা গান পরিবেশন ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করে। ১৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে গোরাকঘটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাবের শিক্ষার্থীরা তাদের সঙ্গীত ক্লাস শেষ করে ওই ক্লাবের কক্ষে কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করে।

এতে উপস্থিত ছিলেন নবাগত মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন, মহিলা বিষয় কর্মকর্তা কার্যালয় মহেশখালীর ট্রেড প্রশিক্ষক শারমিন আক্তার বিউটি, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ, কিশোর-কিশোরী ক্লাবের উপজেলা জেন্ডার প্রমোটর মাহবুব ইলাহী, প্রশিক্ষক রোজিনা আক্তার, ক্লাবের আবৃত্তি শিক্ষক ও সংগীত শিক্ষকবৃন্দ এবং উক্ত ক্লাবের কিশোর কিশোরীরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর প্রদত্ত উপস্থিত কিশোর-কিশোরীদের মাঝে কলম ও কলম বক্স বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

এ সময় মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন বলেন, আমরা পৌরসভার কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের গান পরিবেশন দেখে মুগ্ধ হলাম। চমৎকার পরিবেশন হয়েছে। তাল,ল, কোনটাই কাটেনি। এতে বোঝা গেল কিশোর-কিশোরী ক্লাবে প্রাকটিস ভালো হচ্ছে। সময় সকল কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমাদের সকলকে ফুলের মতো হতে হবে। তোমরা সকলে একেকটি ফুল। তোমাদের মঙ্গল কামনা করছি।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ