বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা এবং আনন্দমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনস্থ মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার পাঁচটি ইউনিয়ন- মাতারবাড়ি, ধলঘাটা, কালারমারছড়া, শাপলাপুর ও ছোট মহেশখালী ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা কেক কাটার মধ্য দিয়ে পালন করেছে জাতীয় শিশু দিবস।
এর মধ্যে পৌর সভার গোরকঘাটা কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা গান পরিবেশন ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করে। ১৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে গোরাকঘটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাবের শিক্ষার্থীরা তাদের সঙ্গীত ক্লাস শেষ করে ওই ক্লাবের কক্ষে কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করে।
এতে উপস্থিত ছিলেন নবাগত মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন, মহিলা বিষয় কর্মকর্তা কার্যালয় মহেশখালীর ট্রেড প্রশিক্ষক শারমিন আক্তার বিউটি, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ, কিশোর-কিশোরী ক্লাবের উপজেলা জেন্ডার প্রমোটর মাহবুব ইলাহী, প্রশিক্ষক রোজিনা আক্তার, ক্লাবের আবৃত্তি শিক্ষক ও সংগীত শিক্ষকবৃন্দ এবং উক্ত ক্লাবের কিশোর কিশোরীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর প্রদত্ত উপস্থিত কিশোর-কিশোরীদের মাঝে কলম ও কলম বক্স বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।
এ সময় মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন বলেন, আমরা পৌরসভার কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের গান পরিবেশন দেখে মুগ্ধ হলাম। চমৎকার পরিবেশন হয়েছে। তাল,ল, কোনটাই কাটেনি। এতে বোঝা গেল কিশোর-কিশোরী ক্লাবে প্রাকটিস ভালো হচ্ছে। সময় সকল কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমাদের সকলকে ফুলের মতো হতে হবে। তোমরা সকলে একেকটি ফুল। তোমাদের মঙ্গল কামনা করছি।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত